বাংলা হান্ট ডেস্কঃ ইডির হলফনামার পাল্টা হলফনামা দিতে চান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর তরফে এই আবেদন করা হলে জামিন মামলার শুনানি পিছিয়ে দিল শীর্ষ আদালত (Supreme Court)। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে পার্থর জামিন মামলায় বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভূয়ানের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় এজেন্সির কাছে হলফনামা চেয়েছিল।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। সেই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ। ওদিকে পার্থর জামিনের বিরোধীতা করে ইডি। ইডির আইনজীবী দাবি করেন, এটি একটি বড় দুর্নীতির মামলা। জামিনের বিরোধিতা করে বক্তব্য জানাতে চাইলে ইডির কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। সেই মতো বুধবার লিখিত বক্তব্য জানিয়ে হলফনামা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরপরই পাল্টা পাল্টা হলফনামা দিতে চেয়ে আবেদন জানান পার্থর আইনজীবী। সেই আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট।
পার্থর আর্জি মতো শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই মাসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে দুজনকেই। দীর্ঘ এই সময়ের মধ্যে বহুবার জামিনের আবেদন জানিয়েছেন পার্থ-অর্পিতা দুজনেই। কিন্তু সুরাহা হয়নি। একাধিকবার ‘প্রভাবশালী’ তত্ত্বে পার্থর জামিনের আবেদন খারিজ হয়েছে। এদিকে সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও গ্রেফতার হয়েছেন পার্থ। সেই মামলাতেও জামিনের আবেদন জানিয়েছেন পার্থ। আপাতত দুই মামলাই এখন আদালতে বিচারাধীন।