বাংলা হান্ট ডেস্ক: এবার Jio (Reliance Jio) সিম ব্যবহারকারীদের জন্য সামনে এল দুঃসংবাদ। এমতাবস্থায়, আপনিও যদি একজন Jio ব্যবহারকারী হন সেক্ষেত্রে বর্তমান প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, Jio ব্যবহারকারীদের এবার পকেটে টান পড়তে চলেছে। কারণ, ইতিমধ্যেই ওই সংস্থা তার অধিকাংশ রিচার্জ প্ল্যানের (Recharge Plans) দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হবেন Jio-র গ্রাহকেরা। এদিকে, প্রিপেইড প্ল্যানের পাশাপাশি পোস্টপেইড প্ল্যানেরও দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে। অতিরিক্ত ডেটার রিচার্জও হয়ে উঠেছে আগের তুলনায় ব্যয়বহুল। আগামী ৩ জুলাই থেকে এই বর্ধিত দাম কার্যকর হবে।
১৫৫ টাকার রিচার্জের দাম ৩৪ টাকা বেড়েছে: প্রথমেই জানিয়ে রাখি যে, সংস্থার সবথেকে সস্তার ১ মাসের রিচার্জ প্ল্যানের দাম এবার একলাফে ৩৪ টাকা বৃদ্ধি পেয়েছে। আগে এটি ছিল ১৫৫ টাকা। এখন সেটি বেড়ে গিয়ে হয়েছে ১৮৯ টাকা। অপরদিকে, ৩৯৯ টাকার প্ল্যানটির দাম বেড়ে ৪৪৯ টাকা হয়ে গেছে। ৪৭৯ টাকার ২ মাসের প্ল্যানটির দাম হয়েছে ৫৭৯ টাকা এবং ৫৩৩ টাকার প্ল্যানটির দাম পৌঁছে গিয়েছে ৬২৯ টাকায়।
Reliance Jio introduces new unlimited 5G plans to be available from 3rd July pic.twitter.com/TsDMAG682r
— ANI (@ANI) June 27, 2024
বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম কত টাকা বেড়েছে: এদিকে, বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম ৩৪০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত বেড়েছে। ১৫৯৯ টাকার প্ল্যানটি আগামী ৩ জুলাই থেকে ১,৮৯৯ টাকায় পাওয়া যাবে। যেখানে ২,৯৯৯ টাকার প্ল্যান ৬০০ টাকা বেড়ে ৩,৫৯৯ টাকা হয়েছে।
আরও পড়ুন: উপার্জন নিয়ে এবার “নো টেনশন”! TreaSureNFT-র মাধ্যমেই হবেন লাভবান, সফল হওয়ার কাহিনি শোনালেন অধ্যাপক
ডেটাও ব্যয়বহুল হয়ে উঠেছে: সংস্থাটি তার ডেটা প্ল্যানগুলিকেও ব্যয়বহুল করেছে। ১৫ টাকার প্ল্যানটি এখন ১৯ টাকায় পাওয়া যাবে। যেখানে ১ GB ডেটা পাওয়া যায়। এদিকে, ২৫ টাকার প্ল্যানটি ২৯ টাকায় এবং ৬১ টাকার প্ল্যানটি পাওয়া যাবে ৬৯ টাকায়। জানিয়ে রাখি যে, ২৫ টাকার প্ল্যানটির ক্ষেত্রে মেলে ২ GB ডেটা এবং ৬১ টাকার প্ল্যানটির ক্ষেত্রে মেলে ৬ GB ডেটা।
আরও পড়ুন: চিনের ভয়ে বিপাকে ভারত-বাংলাদেশ রেল ট্রানজিট সমঝোতা চুক্তি! বাতিল করার জন্য পাঠানো হল নোটিশ
পোস্টপেইড প্ল্যানেও দাম বৃদ্ধি: উল্লেখ্য যে, Jio তার পোস্টপেইড প্ল্যানগুলিকেও ব্যয়বহুল করেছে। ২৯৯ টাকার প্ল্যানটি এখন ৩৪৯ টাকায় পাওয়া যাবে। যেখানে ৩৯৯ টাকার প্ল্যানটি পাওয়া যাবে ৪৪৯ টাকায়। এগুলির ক্ষেত্রে নতুন বিল আগামী ৩ জুলাই থেকে কার্যকর হবে।