এবার RBI-র তোপের মুখে ICICI, কোটাক! দুই ব্যাঙ্কের বিরুদ্ধে নেওয়া হল কড়া ব্যবস্থা, আপনার অ্যাকাউন্ট আছে ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আরবিআইয়ের তোপের মুখে এবার পড়তে হল ভারতের জনপ্রিয় দুই ব্যাঙ্ককে। লেনদেন এবং পলিসি সংক্রান্ত একাধিক নিয়ম না মানার জন্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে জরিমানা করা হয়েছে। তালিকায় থাকা দুটি ব্যাঙ্ক হল আইসিআইসিআই ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। যদিও এই জরিমানার কোনও প্রভাব গ্রাহকদের লেনদেনে পড়বে না।

রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) জানিয়ে দিয়েছে, এই জরিমানার সবটাই হয়েছে বেনিয়মের জন্য। ইতিমধ্যেই আরবিআইয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে। জানা গিয়েছে, ICICI ব্যাঙ্কের জরিমানার পরিমাণ ১২ কোটি ১৯ লক্ষ টাকা। মূলত যে কারণগুলোর জন্য বিপাকে পড়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেগুলো হল, প্রতারকদের শনাক্ত করতে না পারা, এবং ঋণ সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে পালন না করা।

icici bank

আইসিআইসিআই ব্যাঙ্কের তুলনায় বেসরকারি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের জরিমানা তুলনামূলক কম। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের (Kotak Mahindra Bank) জরিমানার অঙ্ক ৩ কোটি ৯৫ লক্ষ টাকা। ঋণ সংক্রান্ত নিয়ম না মানা, ঋণের টাকা আদায়ের জন্য নিয়ম বিরুদ্ধ কাজ করা এবং ব্যাঙ্কের হিসাবের তহবিলে গোলযোগের জন্য জরিমানা দিতে হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে। বলা বাহুল্য, কোটাক মাহিন্দ্রার বিরুদ্ধে অভিযোগ একাধিক।

প্রসঙ্গত উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক মাঝেমাঝেই খতিয়ে দেখে ব্যাঙ্কগুলির কাজকর্ম। সাম্প্রতিক অতীতে অ্যাক্সিস, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং জম্মু ও অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করা হয়। যে কোনও ব্যাঙ্কের তহবিল এবং নিয়মাবলিতে গোলযোগ পেলেই সেই সব ব্যাঙ্ক চলে আসে আরবিআইয়ের স্ক্যানারে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X