দরকার দ্রুত অস্ত্রোপচার! সচিন, যুবরাজের চিকিৎসা করা ডাক্তারের কাছে পন্থকে উড়িয়ে আনছে BCCI

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নতুন বছর আরম্ভ হওয়ার দুই দিন আগেই ভয়ানক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিশভ পন্থ। তারপর থেকে দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভারতীয় উইকেটরক্ষক। মারাত্মক কোন আঘাত না লাগলেও যেটুকু ক্ষতি হয়েছে শরীরের তাও একেবারেই হেলাফেলা করার মত নয়। আজই পাওয়া খবর অনুযায়ী তাকে বিমানে করে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে মুম্বাইতে।

কিন্তু কেন এমন চটজলদি সিদ্ধান্ত নেওয়া হল তারকা ভারতে উইকেট রক্ষককে নিয়ে। বিসিসিআই জানিয়েছে, “রিশভ পন্থের লিগামেন্টে অতি দ্রুত অস্ত্রোপচার করা দরকার। বিসিসিআইয়ের নিজস্ব মেডিক্যাল টিম তাকে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বোর্ডের তরফ থেকে তাকে সব রকম ভাবে সাহায্য করার অঙ্গীকার করা হচ্ছে এবং এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় ছিল।”

মুম্বাইতে পন্থের চিকিৎসার দায়িত্বে থাকবেন ডক্টর দিনশ পার্দিওয়ালা। ইনি এর আগে চোটগ্রস্ত সচিন টেন্ডুলকার, যুবরাজ সিং, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজার পাশাপাশি দেশের একাধিক অলিম্পিয়াদের চিকিৎসার দায়িত্বে ছিলেন। পন্থের ক্ষেত্রে চিকিৎসার যত দেরি হতো তত তার ক্ষতি আশঙ্কা বেড়ে যেত। তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পন্থের এই বিমান যাত্রার খরচও তারাই বহন করবে।

rishabh pant sad

পন্থের হাঁটু ও গোড়ালির চোটের এমআরআই স্ক্যান এখনও করা হয়নি। তবে ইতিমধ্যেই বিসিসিআই-এর তালিকাভুক্ত চিকিৎসক এবং দেরাদুনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের মধ্যে দুই-তিন দফা বৈঠক হয়েছে। বৈঠকের পর ঠিক হয়েছে যে তার দ্রুত চিকিৎসা দরকার। তাই তাকে মুম্বাই নিয়ে আসা হচ্ছে।

চোটের জন্য রিশভ পন্থকে মোটামুটি চার থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে থাকবেন না তিনি এবং সেইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও তাকে খেলতে দেখা যাবে না। তাকে ঠিক কবে মাঠে দেখা যাবে এই নিয়ে এখনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

X