বাংলাহান্ট ডেস্ক: শুধুই টলিউড অভিনেত্রী নন, সমাজসেবার দিকেও ঝোঁক রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের (rituparna sengupta)। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাদের প্রয়োজন তাদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। গত বছর পুজোটা সিঙ্গাপুরে কাটিয়েছিলেন ঋতুপর্ণা। এবারে তিনি কলকাতায়। আর সেই ফাঁকেই বিজয়া দশমীর পর দুঃস্থ শিশুদের উদ্দেশে সাহায্যের হাত বাড়ালেন অভিনেত্রী।
চালতাবাগান লোহাপট্টি দূর্গাপুজা কমিটির তরফে করা হয়েছিল এক বিশেষ আয়োজন। বিজয়ার পর গত রবিবার কমিটির পূজা মণ্ডপে দুঃস্থ শিশুদের জামাকাপড় ও খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। স্বেচ্ছাসেবী সংস্থা ‘মুস্কান’ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিশুদের হাতে জামাকাপড় ও খাবারের প্যাকেট তুলে দেওয়া হল পুজো কমিটির তরফে। এই আয়োজনেরই অংশ হয়েছিলেন ঋতুপর্ণা।
চালতাবাগান লোহাপট্টির দূর্গাপুজো জনপ্রিয় সিঁদুরখেলার অনুষ্ঠানের জন্য। প্রতি বছর বহু টলিউড তারকা উপস্থিত হন এখানে সিঁদুরখেলার জন্য। ঋতুপর্ণাও পুজোর মধ্যে একটা দিন অন্তত আসেন। এবার এই পুজো কমিটিই আরো এক প্রশংসনীয় কাজ করল।
গত বছর লকডাউনের আগে থেকেই সিঙ্গাপুরে ছিলেন ঋতুপর্ণা। সেখানেই কেটেছে দূর্গাপুজো। এমনকি বিজয়া দশমীতে বিদেশেই সিঁদুর খেলায় মেতেছিলেন তিনি। লাল পাড় সাদা শাড়ি, গয়নায় সেজে বান্ধবীদের সঙ্গে বিজয়া দশমীতে চুটিয়ে সিঁদুর খেলার ছবি শেয়ার করেছিলেন ঋতুপর্ণা।
এ বছর পুজো বেশ অন্য রকম কেটেছে তাঁর। অভিনেত্রীর পাশাপাশি তাঁর নামের সঙ্গে জুড়েছে গায়িকা তকমাও। বাপ্পি লাহিড়ীর সুরে পুজোর গান ‘ফুলমতি’ মুক্তি পেয়েছে তাঁর কণ্ঠে। ইতিমধ্যেই বেশ হিট হয়েছে গানটি।