ঢাকাই জামদানিতে সুন্দরী ‘ফুলমতি’, বাপ্পি লাহিড়ীর সুরে গাওয়া গানের টিজার প্রকাশ করলেন ঋতুপর্ণা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কথা দিয়েছিলেন এবার পুজোয় একেবারে অন‍্য অবতারে দেখা যাবে তাঁকে। অভিনয়ের বদলে গানের প্রতিভা প্রকাশ পাবে ঋতুপর্ণা সেনগুপ্তের (rituparna sengupta)। প্রখ‍্যাত সুরকার বাপ্পি লাহিড়ীর সঙ্গে নতুন গানের অ্যালবাম নিয়ে আসছেন অভিনেত্রী। কথা রাখলেন ঋতুপর্ণা। প্রকাশ‍্যে এল তাঁর গাওয়া ‘ফুলমতি’ গানের টিজার।

ভিডিওতে গান রেকর্ডিংয়ের সময়কার ছোট্ট একটা ঝলক দেখিয়েছেন ঋতুপর্ণা। ঢাকাই জামদানি শাড়িতে সেজে গুজে গান গাইতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সঙ্গে রয়েছেন বাপ্পি লাহিড়ীও। ক‍্যাপশনে ঋতুপর্ণা লিখেছেন, ‘বছরের সবথেকে বড় গানের লঞ্চ। ৭ অক্টোবরে আরো আপডেটের জন‍্য সঙ্গে থাকুন।’ উল্লেখ‍্য, ৭ অক্টোবরই মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণার গাওয়া ফুলমতি।


বাপ্পি লাহিড়ীর সুরে এই প্রথম গান গাইলেন তিনি। অবশ‍্য পেশাদার গায়িকার মতো রেকর্ডিং স্টুডিওতেও তাঁর পদার্পণ এই প্রথম বার। এতদিন ছবিতেই রবীন্দ্রসঙ্গীতেই শোনা গিয়েছে অভিনেত্রীর কণ্ঠে। তিনি জানান, ঘরোয়া অনুষ্ঠানেও নাকি গান শোনানোর অনুরোধ পান তিনি।

https://www.instagram.com/p/CUpgzltMGh2/?utm_medium=copy_link

ঋতুপর্ণার কথায়, “গান আমাকে বরাবরই টানে। ছোট থেকেই নিজের মতো করে গান গাই। তাই বাপ্পি লাহিড়ীর সঙ্গে গান গাওয়াটা আমার কাছে ভাগ‍্যের ব‍্যাপার। তাছাড়া নিজেকে গায়িকা হিসেবে প্রমাণ করারও এটাই একমাত্র সুযোগ।” অভিনেত্রীর এই প্রতিভা দেখে চমকিত বর্ষীয়ান সুরকারও। প্রশংসা করে বললেন, “দারুন গেয়েছে ঋতু। আমার মনে হয় গানটা খুব হিট হবে।” উল্লেখ‍্য, ঋতুপর্ণার সঙ্গে গানে গলা মিলিয়েছেন বাপ্পি লাহিড়ীও।

https://www.instagram.com/p/CUqAn49FACP/?utm_medium=copy_link

কিছুদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল, কণ্ঠস্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ী। বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে যেতেই মুখ খোলেন সুরকার। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে তিনি জানান, এ খবর সম্পূর্ণ ভুয়ো। ‘আমি খুবই হতাশ এটা দেখে যে কিছু সংবাদ মাধ‍্যম আমার স্বাস্থ‍্য নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে। আমার অনুরাগী ও শুভাকাঙ্খীদের আশীর্বাদে আমি ভাল আছি’, বিবৃতিতে এমনটাই লিখেছিলেন তিনি।

সম্পর্কিত খবর

X