ঈশান কিষাণের হাতে এমন জিনিস দিয়েছেন রোহিত, যার জন্য তার জীবনই বদলে গেছে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) পরপর দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ভারতীয় উইকেটরক্ষক নিজের টেস্ট অভিষেক সিরিজে দ্বিতীয় ম্যাচের তৃতীয় ইনিংসে আগ্রাসী ব্যাটিং করে নিজের প্রথম টেস্ট অর্ধশতরান করেছিলেন। এরপর ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও তিনি দুর্দান্ত ব্যাটিং করে নিজের ওডিআই কেরিয়ারের চতুর্থ অর্ধশতরানটি করেন।

দুই ক্ষেত্রেই দেখার মত বিষয় এটা ছিল যে ঈশান কিষাণকে যে জায়গায় ব্যাটিং করানোর জন্য দলে নেওয়া হয়েছিল সেই জায়গায় তিনি ওই দিন ব্যাটিং করেননি। তাকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হয় এবং তিনি সেই সুযোগ দু হাত ভরে কাজে লাগিয়েছেন। তাকে আপাতত সব ফরম‍্যাটের ভারতীয় দলেই নিজের জায়গা সুরক্ষিত করে ফেলতে দেখা যাচ্ছে।

এর জন্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ধন্যবাদ দিয়েছেন ঈশান। প্রথম টেস্টে যখন তিনি ব্যাটিং করতে নামছেন তখন রোহিত তাকে ডেকে বলেন নিজের স্বাভাবিক খেলা খেলতে। সকলেই জানেন যে ঈশান এমনিতে একজন আগ্রাসী ব্যাটার। তাকে দুখেত্রেই নিজের সাহাব খেলা খেলার অনুমতি দিয়েছিলেন এবং সেই ভাবে খেলেই ঈশান সাফল্য পেয়েছেন।

ishan kishan vs wi

তিনি পরে জানিয়েছেন, “অধিনায়ক হিসেবে রোহিত ভাই আমি যখন ব্যাটিং করতে নামছিলাম তখন আমাকে ডেকে বলেন যে নিজের স্বাভাবিক খেলা খেলতে এবং মন খুলে খেলতে। তার ওই পরামর্শ আমাকে উদ্বুদ্ধ করেছিল এবং আমি তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলাম।”

এছাড়া তিনি টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে বিরাট কোহলির আত্মত্যাগের কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে কোহলি তাকে ডেকে ওই জায়গায় প্রথমে ব্যাটিং করতে যেতে বলেন। আর ঈশান মনে করেন যে সেই সিদ্ধান্তে আখেরে ভারতীয় দলের লাভই হয়েছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর