বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) নাকি রোহিত শর্মা (Rohit Sharma)? একজন ব্যাটার হিসেবে কে বেশি এগিয়ে? গত দেড় দশক ধরে দুই তারকা ক্রিকেটারকে একসঙ্গে খেলতে দেখে উপভোগ করার পাশাপাশি এই প্রশ্নটিও ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খেয়েছে। দুজনেই বিশ্ব ক্রিকেটে একাধিক রেকর্ড গড়েছেন। ভারতীয় ক্রিকেটের (Team India) ইতিহাসে অমর হয়ে গিয়েছেন দুজনেই। কিন্তু তাদের মধ্যে কে সেরা সেই নিয়ে কোনও সিদ্ধান্তে এখনো পৌঁছানো যায়নি।
বিরাট কোহলি ক্রিকেটের তিনটি ফরম্যাটেই রাজ করেছেন। তার মতন কোনও ক্রিকেটার ধারাবাহিকভাবে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি ৩ ফরম্যাটেই সাফল্য পায়নি। অপরদিকে রোহিত শর্মার টেস্ট কেরিয়ার আরম্ভ হয়েছে অনেক পরে। বিরাট কোহলির অনেক আগে তার আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। পরবর্তীকালে একজন ওপেনার হওয়ার পর তার সাফল্যের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছে। একজন আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ শতরানের মালিক, অপরজন ওডিআই ফরম্যাটে ৩টি দ্বিশতরানের মালিক। কারোর রেকর্ডই উড়িয়ে দেওয়ার মতো নয়।
কিন্তু সম্প্রতি এদের দুজনের মধ্যে কে সেরা সেই নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের পেসার সোহেল খান। সম্প্রতি তিনি শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলির সঙ্গে তার ২০১৫ বিশ্বকাপ চলাকালীন হওয়া ঝামেলার কথা প্রকাশ করে। ভারত এবং পাকিস্তান যখন ২০১৫ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল তখন বিরাট কোহলি শতরান করেছিলেন এবং সোহেল পাকিস্তানের হয়ে ৫ উইকেট নিয়েছিলেন।
কিন্তু পাকিস্তান ওই ম্যাচে ভারতের বিরুদ্ধে বেশ বড় ব্যবধানে হেরেছিল। ব্যাটিং অর্ডার ধসে যাওয়ার পর যখন সোহেল ব্যাট করতে নামেন তখন বিরাট কোহলি তাকে স্লেজিং করতে যান। জবাবে বিরাট কোহলিকে পাল্টা কিছু কটু কথা শুনতে হয়। এরপর আম্পায়ার এসে দুজনের মধ্যে কথা বলে ওই ঝামেলার মীমাংসা ঘটিয়ে দেন।
সম্প্রতি তাই যখন বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে কে সেরা সেই নিয়ে তিনি মন্তব্য করেছেন, তখন সেটি কিছুটা পক্ষপাতদুষ্ট মনে হয়েছে পূর্ব ঘটনার কারণে। তিনি বলেছেন, “বিরাট কোহলি একজন বড় মাপের ব্যাটার, কিন্তু রোহিত শর্মা কোহলির চেয়ে অনেক এগিয়ে। রোহিত শর্মার টেকনিক্যালি অনেক বেশি ভালো। শট খেলার আগে ওর কাছে অনেক বেশি সময় থাকে ওর এই টেকনিকের জন্য। ও ১০-১২ বছর ধরে ক্রিকেট বিশ্বকে শাসন করছে।” তার এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকে তার কথায় সম্মতি জানিয়েছেন, আবার অনেকে বলেছেন কোহলির প্রতি বিরূপ মনোভাব থেকে এমন মন্তব্য করেছেন সোহেল।