বছর শেষে একা হয়ে পড়েছেন রোশন, আবার ফিরতে চাইছেন শ্রাবন্তীর কাছে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রোশন সিং (roshan singh), শ্রাবন্তী চ‍্যাটার্জির (srabanti chatterjee) সঙ্গে বিয়ের পর থেকে বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। দুজনের চুপিচুপি বিয়ে, হানিমুন, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সবই লাইমলাইট কেড়ে নিয়েছে সঙ্গে সঙ্গে। স্বাভাবিক ভাবেই এবার যখন শ্রাবন্তীর তৃতীয় বিয়েটা নিয়েও বিচ্ছেদের আশঙ্কা দেখা দিয়েছে তখন রোশনও যে সংবাদ শিরোনামেই থাকবেন তা বলা বাহুল‍্য।

সোশ‍্যাল মিডিয়ায় ব‍্যাঙ্গাত্মক স্টেটাসের পাশাপাশি শ্রাবন্তীকে ঠুকেও মাঝে মাঝেই স্টেটাস দিতে দেখা যায় রোশনকে। তবে সম্প্রতি রোশনের স্টেটাস থেকে যেন শোনা গেল উলটো সুর। বছর শেষে সব মনোমালিন‍্য ভুলে ফের কি শ্রাবন্তীকে কাছে পেতে চাইলেন তিনি?


এমনি প্রশ্ন তুলছে নেটিজেনরা। কারণ, রোশনের সাম্প্রতিক তম ইনস্টাগ্রাম স্টোরি। শেষ স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন রোশন। সেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মধ‍্যে সকলেই নিজের সঙ্গীকে আলিঙ্গন করে দাঁড়িয়ে। শুধু এক যুবকই একা। বাধ‍্য হয়ে নিজেকেই হাত দিয়ে জড়িয়ে ধরেছে সে। এই ছবির উপরে রোশন লিখেছেন ‘আমার অবস্থা’।


রোশনের এই স্টোরি দেখেই জোর গুঞ্জন টলিপাড়ায়। তবে কি বছর শেষে মিটতে চলেছে শ্রাবন্তী ও রোশনের সম্পর্কের তিক্ততা? ফের কি একসঙ্গে দেখা যাবে দুজনকে? প্রথম থেকেই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী। এখনো মৌনতাই বজায় রেখেছেন তিনি। তাই জল্পনারও অবসান হয়নি এখনো।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল থেকে সব রোশনের সব ছবি মুছে দিয়েছিলেন শ্রাবন্তী। কিছুদিন আগে হ‍্যান্ডেলে নিজের নামের পাশে সিং পদবীটাও সরিয়ে ফেলেন তিনি। যদিও ‘সুপারস্টার পরিবার’ রিয়েলিটি শোতে ক‍্যামেরার সামনে তাঁর সিঁথিতে সিঁদুর ঠিকই রয়েছে।অপরদিকে রোশনও ব‍্যস্ত রয়েছেন নিজের জিম নিয়ে। শরীরচর্চার ছবি, ভিডিওই বেশি শেয়ার করেন তিনি।

সম্পর্কিত খবর

X