‘প্রস্তাব না মানলে শেষ সিদ্ধান্ত নেবে রুশ সেনা’, ইউক্রেনকে চরম হুঁশিয়ারি রাশিয়ার!

বাংলা হান্ট ডেস্ক : থামার নামই নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War)। দিন যত এগোচ্ছে ততই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ততই মরিয়া হয়ে উঠছে রাশিয়া। এবার যুদ্ধের ফায়সালা করার বার্তা দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রস্তাব না মানলে রুশ সেনাই শেষ সিদ্ধান্ত নেবে।’

জানা যাচ্ছে, রাশিয়া ইউক্রেনের (Ukraine) ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্তি’র দাবি করেছে। এই দাবি মানা না হলে রাশিয়ার সেনাই শেষ সিদ্ধান্ত নেবে বলে কিয়েভকে হুমকি দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের প্রস্তাব অত্যন্ত পরিস্কার। ইউক্রেনকে বেসামরিকীকরণ ও নাৎসিমুক্তি করতে হবে। রাশিয়ার (Russia) নিরাপত্তার উপর যাতে কোনও ধরনের আঘাত যাতে না আসে সেই ব্যবস্থা করতে হবে। ইউক্রেন আমাদের সমস্ত দাবি জানে। খুব সহজ কথায়, নিজের ভালর জন্যই ওদের এই প্রস্তাব মানতে হবে। না হলে সেনাই কিন্তু শেষ সিদ্ধান্ত নেবে।’

russia ukraine power

রাশিয়ার অভিযোগ, আমেরিকা ও পশ্চিমী দেশগুলির প্রশ্রয়ে যুদ্ধ চালাচ্ছে ইউক্রেন। যার জেরে বেশ সমস্যায় পড়েছে রুশ সেনা। ডোনেৎস্ক, খেরসন, খারকভ, বাখমুট ও স্নেক আইল্যান্ডের মতো এলাকাগুলিতে মারাত্মক আঘাত করেছে ইউক্রেনের সেনা। এবার মরিয়া হয়ে উঠেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তিনি ইঙ্গিতও দিয়ে রেখেছেন, শীতের মরশুমে আরও ভয়ানক হামলা হতে পারে ইউক্রেনে।

গত সোমবার জেলেনস্কি বাহিনীর আক্রমণে তিনজন রুশ জওয়ান মারা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সারাতোভ প্রদেশে রুশ সেনাঘাঁটিতে হামলা চালায় ইউক্রেনের একটি ড্রোন। পালটা, সেটিকে গুলি করে নামায় রাশিয়ার সেনাবাহিনী। কিন্তু, উড়ন্ত ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ায় প্রাণ হারান তিন সৈনিক।

Sudipto

সম্পর্কিত খবর