বাংলাহান্ট ডেস্ক: শীত পড়তে শুরু করার সঙ্গে সঙ্গেই উৎসবের মেজাজ শহরে। সঙ্গে একাধিক অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকার অনুষ্ঠানও হতে চলেছে শহরে। অরিজিৎ সিংয়ের কনসার্ট নিয়ে ইতিমধ্যেই মাতামাতি শুরু হয়েছে নেটমাধ্যমে। এবার উত্তেজনার আগুনে আরো ঘি পড়ল সলমন খানের (Salman Khan) ঘোষনায়। কলকাতাবাসীর জন্য এক দারুন সুখবর দিলেন ভাইজান।
কলকাতায় আসছেন ‘দাবাং’ তারকা। এই বছরটা শেষ হলেই শীতের শহরে পা রাখবেন সলমন। সঙ্গে থাকছেন আরো একঝাঁক তারকা। সলমনের ‘দা-বাং দ্য টুর রিলোডেড’ আসতে চলেছে কলকাতায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোয়ের ঘোষনা করে দিয়েছেন অভিনেতা। আগামী ২০ জানুয়ারি ইকো পার্কে বসবে ধামাকাদার বলিউডি নাচ গানের অনুষ্ঠান।
সলমনের সঙ্গে এই শোয়ের অংশ হবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, পূজা হেগড়ে, আয়ুষ শর্মা, গুরু রানধাবা, সুনীল গ্রোভার, মনীশ পাল এবং কামাল খান। তারকা খচিত শোয়ের পোস্টার শেয়ার করে সলমন লিখেছেন, ‘কলকাতা তৈরি হয়ে যাও দা-বাং দ্য টুর রিলোডেড এর জন্য। আগামী ২০ জানুয়ারি ২০২৩ এ।’
অনলাইনেই বুক করা যাচ্ছে টিকিট। এবার প্রশ্ন, সলমনকে চোখের সামনে দেখতে হলে গাঁটের কড়ি কতটা খরচ করতে হবে? জানা যাচ্ছে, এই শোয়ের টিকিটেও মোট ৯ টি ভাগ রয়েছে। বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের টিকিট রয়েছে দর্শকদের জন্য। টিকিটের দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে।
ফ্যান জোন যা মূল মঞ্চ থেকে সবথেকে দূরে, তার টিকিটের দাম মাত্র ৯৯৯ টাকা। মঞ্চের কিছুটা কাছে যেতে হলে নূন্যতম ৪০০০-৫০০০ টাকা খরচ করতেই হবে। আর যদি বসে আরামে আয়েশে সলমন জ্যাকলিনের নাচ গান উপভোগ করতে চান তাহলে অন্তত ১ লাখ টাকা খরচ করতেই হবে। টিকিটের সর্বোচ্চ দাম এখনো পর্যন্ত ধার্য করা হয়েছে ৩ লাখ টাকা। ভাইজানকে দেখতে হলে এই টাকাটা তো খরচ করতেই হবে।
https://www.instagram.com/p/Ck8JKm1r1QO/?igshid=YmMyMTA2M2Y=
উল্লেখ্য, এই নিয়ে ১৪ বছর পর কলকাতায় আসছেন সলমন। সেই ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবির সময়ে কলকাতায় এসে ফুটবল খেলার কথা ছিল তাঁর। কিন্তু সলমনের ভক্তদের চোটে তাঁর নিরাপত্তা শিকেয় ওঠায় আর শেষমেষ মাঠে নামেননি অভিনেতা। কলকাতায়ও আর কোনো শো করেননি তিনি। আগামী ১৯ জানুয়ারি সলমনের কলকাতায় আসার খবর রয়েছে। থাকবেন এক পাঁচতারা হোটেলে। ইতিমধ্যেই ভাই সোহেল খান এবং দেহরক্ষী শেরা এসে দেখে গিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা।