সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! উত্তরপ্রদেশে গিয়ে বিয়ে করলেন বাংলার দুই যুবতী

বাংলা হান্ট ডেস্ক : আর ৫টা মানুষ যেমন একে অপরকে ভালোবাসে তেমনই ওরা দুজনও দুজনকে ভালোবেসেছে। তারা দুজন সিদ্ধান্ত নিয়ে ছিলেন বিয়ে করার। কিন্তু বিয়ে করা কি এতই সহজ? নানান বাধা বিপত্তি এসে দাঁড়িয়েছিল তাদের সামনে। কী এমন ঘটেছিল তাদের সাথে? জানতে হলে প্রতিবেদনটির উপর চোখ রাখুন।

আসলে এই ভালোবাসার সম্পর্ক ছিল দুই সমপ্রেমী  মানুষের। এই রকম সম্পর্কের জন্য সুপ্রিম কোর্ট (Supreme Court) স্বীকৃতি দিলেও, বিয়ের জন্য কিন্তু এখনও স্বীকৃতি দেয়নি। কিন্তু ভালোবাসা এমনই এক জিনিস যার জন্য মানুষ সমস্ত কিছু ছারখার করে ফেলতে পারে। এমনই বাংলার দুই সমপ্রেমী যুগল (Same Sex Marriage) সুপ্রিম কোর্টের নির্দেশিকা উড়িয়ে দিয়ে উত্তরপ্রদেশের (Uttarpradesh) এক মন্দিরে গাঁটছড়া বাঁধলেন।

এই দুই যুগলের নাম জয়শ্রী রাহুল (Jayashree Rahul) এবং রাখি দাস (Rakhi Das)। তারা দুজনেই পশ্চিমবঙ্গের (Paschimbanga) দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার বাসিন্দা। কিন্তু তাদের আলাপটা হয় একই জায়গায় কাজ করার সূত্রে। তারা দুজনেই উত্তর প্রদেশের দেওরিয়া অঞ্চলে অর্কেস্ট্রা দলে কাজ করতেন। সেখানে কাজ করার সময় একে অপরকে মন দিয়ে বসেছিলেন তারা। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন : ‘WBCS-এ উর্দু, হিন্দি চাইলে ওয়াইসি-যোগীকে মুখ্যমন্ত্রী করতাম’! মমতার উপর রেগে বোম বাংলা পক্ষ

জয়শী রাহুলের বয়স ২৮ বছর এবং রাখি দাসের বয়স ২৩ বছর। তারা তাদের জীবনটা একসাথে কাটাতে চান। এবং একসাথে ঘর সংসারও করতে চান। সেইমতোই তারা দুজনে মন্দিরে যান। কিন্তু মন্দিরের (Temple) পুরোহিত তাদেরকে ফিরিয়ে দেয়। এই বিয়ে দেওয়া সম্ভব নয়, বলে জানান পুরোহিত। এছাড়া পুরোহিত বলেন, বিয়ে করতে হলে জেলাশাসকের অনুমতির প্রয়োজন আছে।

সেই কথা মতোই তারা দুজনে আদালতে দ্বারস্থ হন। বিয়ের জন্য তারা আদালত থেকে একটি নোটারাইজড হলফনামা সংগ্রহ করেন। তারপর সোমবার ৮ জানুয়ারি দেওরিয়ার ভাটপার রানির ভগদা ভবানী মন্দিরে তারা বিবাহ বন্ধনে বন্ধিত হন। জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন তারা দুজনে এক হয়ে সেই লড়াই লড়বেন। তা তারা বুঝিয়ে দিয়েছেন সকলকে। বিয়ের পর্ব শেষ করেই তারা দুজনে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি পোস্ট করেন। সেখানে তারা তাদের প্রথম দেখা থেকে শুরু করে, তাদের ভালোবাসা, তাদের বিয়ের জন্য লড়াই সমস্ত ঘটনাটি উল্লেখ করেছেন।


সম্পর্কিত খবর