গাড়ি কিনতেও নাইটি পরে! নেটিজেনদের মশকরা, নাইটিকে জাতীয় পোশাক বানিয়েই ছাড়বেন স‍্যান্ডি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ইউটিউব ও বিভিন্ন সোশ‍্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে ভিডিও বানিয়েই সফলতার চূড়ায় পৌঁছে গিয়েছেন স‍্যান্ডি সাহা (sandy saha)। বাঙালি ইউটিউবারদের তালিকায় জনপ্রিয় নাম স‍্যান্ডি। যশ দাশগুপ্ত থেকে অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায় সকলের সঙ্গেই ভিডিও ফেলেছেন তিনি। অনুগামীদের বিনোদন দিতে ভোলেন না স‍্যান্ডি। তার জন‍্য সবকিছুই করতে রাজি তিনি।

এমনকি প্রথম গাড়ি কিনতেও নাইটি পরে শোরুমে পৌঁছে গেলেন স‍্যান্ডি। সোশ‍্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে সবুজ নাইটি পরে একটি ঝাঁ চকচকে লাল গাড়ির পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন স‍্যান্ডি। জিপ কোম্পানির একটি গাড়ি কিনেছেন তিনি। ক‍্যাপশনে লিখেছেন, ‘প্রথম গাড়ি। ওলা উবের এ সি চালায় না তাই নিলাম।’


কমেন্টে স‍্যান্ডিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। প্রথম গাড়ি কেনার জন‍্য ইউটিউবারকে শুভেচ্ছা জানিয়েছেন তারা। আবার অনেকে মজা করতেও ছাড়েননি। এই যেমন একজন লিখেছেন, ‘নাইটির সাথে স্পোর্টস শু, আহা!! যেন প্রাচ্য ও পাশ্চত্যের এক ঐতিহাসিক মেলবন্ধন।’ আবার আরেকজনের বক্তব‍্য, নাইটিকে জাতীয় পোশাকের স্বীকৃতি দিতে চলেছেন স‍্যান্ডি। তিনি অবশ‍্য আগেভাগেই জানিয়ে দিয়েছেন, ‘হ্যা গাড়ি কিনতেও নাইটি পরে যাই।’


কিছুদিন আগে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে ভিডিও বানিয়েছিলেন স‍্যান্ডি। দুপুরে এলাহি খাওয়াদাওয়ার পরে ফুচকা প্রতিযোগিতাও করেছিলেন দুজনে। যদিও তাতে গো হারান হারেন দেবাংশু। তৃণমূলের যুবনেতাকে কাছে পেয়ে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন স‍্যান্ডি।


তার আগে বৈশাখী বন্দ‍্যোপাধ‍্যায়ের নাচ নিয়ে ট্রোল ভিডিও বানিয়েছিলেন স‍্যান্ডি। একটি ঘিয়ে রঙা শাড়ি, কমলা ব্লাউজ পরে চুলে খোঁপা করে বেরিয়ে পড়েছিলেন কলকাতার রাস্তায়। নিজেকে ‘কালবৈশাখী ব‍্যানার্জী’ বলে পরিচয় দিয়ে প্রকাশ‍্য রাস্তায় রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে নেচে বেড়িয়েছিলেন তিনি। তুমুল ভাইরাল হয়েছিল ভিডিওটি।

X