তালাক নয়, শোয়েবকে ‘খুলা’ দিয়েছেন সানিয়া! ফাঁস আসল সত্য, জানুন ইসলামের এই নিয়মটি কেমন

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সাথে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan national cricket team) প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের (Shoaib Malik) বিবাহ বিচ্ছেদ নিয়ে বিতর্কের মাঝেই উঠে আসছে বড় খবর। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করে শোয়েব মালিক গতকাল নতুন করে সৃষ্টি করেছেন বিতর্কের। এই নিয়ে শোয়েব মালিক তৃতীয়বারের জন্য বিয়ে করলেন।

একটি পাঁচ বছরের পুত্র সন্তান রয়েছে শোয়েব ও সানিয়ার। বর্তমানে সানিয়া মির্জার সাথেই থাকে সে। এই আবহে শোয়েব নতুন বিয়ে করে সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে চমকে দিয়েছেন সবাইকে। এই বিয়ের পর এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি সানিয়ার। ভারতীয় টেনিস সুন্দরী সানিয়ার বাবা ইমরান মির্জা (Imran Mirza) অবশ্য শেষমেশ মুখ খুলেছেন।

আরোও পড়ুন : ইনস্টাগ্রামে ১০০ জন ফলোয়ার্সেই করবে কামাল, ফ্রিতে মিলবে ব্লু টিক! এই সহজ পদ্ধতিতে করুন আবেদন

২০১০ সালের এপ্রিলে হায়দ্রাবাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানিয়া ও শোয়েব। তবে এই দুই তারকার বিবাহিত জীবনে ফাটলের খবর শোনা যাচ্ছিল ২০২২ সাল থেকেই। শোনা যাচ্ছিল গত দু’বছর ধরে একসাথে থাকছেন না শোয়েব ও সানিয়া। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সানিয়া মির্জার বাবা বলেছেন, খুলা হয়েছে শোয়েব ও সানিয়ার মধ্যে । কিন্তু এই ‘খুলা’-র মানে কী?

sania shoaib

তাৎপর্যপূর্ণভাবে ইনস্টাগ্রামে কিছুদিন আগে সানিয়া মির্জা লিখেছিলেন, ‘জীবন সহজ হবে না, সব সময়ই কঠিন হবে। কিন্তু আমরা আমাদের অসুবিধা বেছে নিতে পারি। বুদ্ধিমানের সাথে চয়ন করুন।‘  এখন প্রশ্ন উঠছে এই ‘খুলা’ মানে কী? এই প্রসঙ্গে সানিয়ার বাবা বলেন, ‘খুলা হল এমন এক জিনিস যেখানে একজন মুসলিম মহিলা একতরফাভাবে তাঁর স্বামীকে তালাক দিতে পারেন।‘

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর