বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিস্ফোরক দাবি করে বসলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সাথে, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়ে গেছে। শাস্ত্রী যেদিন থেকে তার কোচের পদ ছেড়েছেন, সেদিন থেকেই তিনি নির্বাচক, দলের ড্রেসিং রুম এবং বোর্ড নিয়ে বড় বড় বিবৃতি দিয়ে আসছেন। এখন শাস্ত্রী ২০১৯ একদিনের বিশ্বকাপে ভারতের পরাজয়ের বিষয়ে একটি চমকপ্রদ প্রকাশও করেছেন।
প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন যে ভারতের ২০১৯ ওডিআই বিশ্বকাপ স্কোয়াডে তিন উইকেটরক্ষক বাছাই করার কারণ তার বোধগম্য হয়নি। তার মতে ওই টুর্নামেন্টের জন্য দলে আম্বাতি রায়ডু বা শ্রেয়স আইয়ারকে নেওয়া যেতে পারতো। সেই বিশ্বকাপের কয়েক মাস আগে, তৎকালীন ওডিআই অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন যে রায়ডু টুর্নামেন্টে ভারতের চার নম্বরের জায়গাটি সামলাবেন। যদিও পরে এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি রায়ডুর বদলে বিজয় শঙ্কর-কে নির্বাচিত করেছিলেন।
টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথোপকথনে, শাস্ত্রী প্রকাশ করেছেন যে তিন উইকেট-রক্ষকের পরিবর্তে রায়ডু বা শ্রেয়াস আইয়ারকে বেছে নেওয়া উচিত ছিল বলে তিনি মনে করতেন। শাস্ত্রী বলেন, ‘সেই দল বাছাইয়ে আমার কোনো হাত ছিল না। কিন্তু, বিশ্বকাপের জন্য তিন উইকেটরক্ষক বাছাই করার সিদ্ধান্তও ছিল আমার বোঝার বাইরে। ধোনি, ঋষভ পান্ত এবং দিনেশ কার্তিককে টুর্নামেন্টের তিন উইকেটরক্ষক হিসেবে শুধু দলে অন্তর্ভুক্ত করাই হয়নি, তাদের সেই গুরুত্বপূর্ণ সেমিতে খেলানোও হয়েছিল।
দল নির্বাচনে কখনো হস্তক্ষেপ করেননি বলেও দানি করেন প্রাক্তন প্রধান কোচ। তিনি বলেন, ‘আমি কখনোই নির্বাচকদের কাজে হস্তক্ষেপ করিনি। যখন আমাকে কোন মতামত চাওয়া হয়েছিল তখন ছাড়া। যখন আমাকে জিজ্ঞাসা করা হতো তখনই মনের কথা বলে ফেলতাম। 2019 ওডিআই বিশ্বকাপে ভারত ভালো করেছে। কিন্তু, ম্যানচেস্টারে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙ্গে যায় ভারতের।