কোহলি ও ধোনির মধ্যে কে বেশি সুযোগ দিয়েছে? উত্তর দিলেন শিখর ধাওয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) এখনো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। নাগপুরে আয়োজিত বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে তারা অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে খড় কুটোর মতন। দিল্লিতে আয়োজিত হতে চলা দ্বিতীয় টেস্টেও একই রকম পারফরম্যান্স করাই লক্ষ্য ভারতীয় দলের। দশ বছর আগে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে ২০১৩ সালে অস্ট্রেলিয়াকে যেভাবে ৪-০ ফলে পরাস্ত করা হয়েছিল এই সিরিজেও ঠিক তেমনটাই করা লক্ষ্য রোহিত শর্মাদের (Rohit Sharma)।

অথচ ১০ বছর আগে ওই সিরিজে ভারতের দীর্ঘদিনের স্থায়ী ওপেনার হিসেবে যার উত্থান ঘটেছিল, সেই শিখর ধাওয়ানই (Shikher Dhawan) চলতি বছরের শুরু থেকে ভারতের সব ফরম্যাটের দল থেকে বাদ পড়ে গিয়েছেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সিরিজের বীরেন্দ্র সেওবাগের বদলি হিসেবে নিজেকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন ধাওয়ান। কিন্তু সাম্প্রতিক চিত্রটা সম্পূর্ণ অন্যরকম।

shikhar dhawan 1720x900

গত বছর বাংলাদেশ সফরে সাকিবদের বিরুদ্ধে ওডিআই সিরিজে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ধাওয়ান। টি-টোয়েন্টি এবং টেস্ট দল থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিলেন তিনি। নতুন বছরে আর ওডিআই দলেও সুযোগ পাচ্ছেন না গব্বর। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন তারকা ভারতীয় ওপেনার। একটি সংবাদ মাধ্যমে আর ভারতীয় দলের সুযোগ না পাওয়া নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি।

ধাওয়ান বলেছেন, “আমি নিজের কেরিয়ারে অনেক কিছু অর্জন করেছি। আমি সেই অর্জন গুলো নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। আমি এখন নিজের সেরা হিসেবে যে খেলাটা খেলতে পারি তার চেয়ে ভালো পারফরম্যান্স করার লোক যদি ভারতীয় দলে থাকে তাহলে তাদের সুযোগ পাওয়াটাই স্বাভাবিক। আমি কোনও কিছু পাওয়া নিয়ে মরিয়া নই।”

শিখর ধাওয়ান সেই বিরল ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একজন যিনি মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা তিনজনের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এই সাক্ষাৎকারে তিনজনের অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করেছেন তিনি। তিনিই প্রথমে জানিয়েছেন যে প্রত্যেকেই তার কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন। এই ব্যাপারে তিনি বিশেষ করে মহেন্দ্র সিংহ ধোনির নাম উল্লেখ করেছেন। তারপর ধোনিকে অনেক ঠান্ডা মাথার এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন অধিনায়ক বলে অভিহিত করেছেন তিনি। বিরাট কোহলিকে তুলনামূলকভাবে বেশ কিছুটা আগ্রাসী অধিনায়ক মনে করেন তিনি। ধাবানের মতে বিরাটের ব্যাটিং স্টাইলটাই তার অধিনায়ককত্বে দেখা যেত।

Reetabrata Deb

সম্পর্কিত খবর