সুখবর ভারতীয় দলের জন্য! এশিয়া কাপ ফাইনাল ও বিশ্বকাপের জন্য ঘাতক তারকাকে দলে ফেরালো BCCI

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে এশিয়া কাপ (Asia Cup 2023) ফাইনাল খেলার প্রস্তুতি নিচ্ছে। মাঝে বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচ তাদের খেলতে হবে। কিন্তু সেই ম্যাচের আদপে কোনও গুরুত্ব নেই। সেই ম্যাচটিকে বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে একটি অতিরিক্ত প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখতে পারে ভারতীয় দল। এমন কিছু ক্রিকেটারদের সেই ম্যাচে সুযোগ দেওয়া যেতে পারে যারা এখনো অবধি এশিয়া কাপে মাঠে নামার সুযোগ পাননি।

ভারতীয় দল একটি সুখবর পেলো। চোট কাটিয়ে ভারতের অনুশীলনে যোগ দিয়েছেন শ্রেয়স আইয়ার। অর্থাৎ যদি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় চান তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে পারেন। পিঠের চোটের কারণে সুপার পড়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সদ্য পিঠের অপারেশনের পর সুস্থ হয়ে ভারতীয় দলে তিনি প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন কিন্তু দেখা গেল যে পুরোপুরি স্বাভাবিক হয়নি তার চোটের পরিস্থিতি।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় দলে কি তার আর সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে? কারণ হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, ঈশান কিষাণ মিলে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচগুলিতে প্রমাণ করে দিয়েছেন যে তাদের ওপর ভরসা রাখা যায়। অতিরিক্ত ব্যাটারের বদলে একজন জেনুইন বোলার খেলালেই ভারতীয় দলের বেশি লাভ হবে এমনটা মনে করছেন অনেকে।

dravid shreyas

তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটিতে নামিয়ে দেখা যেতে পারে শ্রেয়সকে। তিনি মূল দলের অংশ না হলেও বিশ্বকাপের স্কোয়াডে একজন শক্তিশালী ব্যাকআপ ব্যাটার থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চোট আঘাত যে কোনও মুহূর্তে যে কোনও দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ছন্দে থাকলে ভারতীয় দলেরই স্বস্তি বাড়বে।

আরও পড়ুন: এশিয়া কাপে হিট হিটম্যান, ফাইনালে ওঠার দিন সচিনের বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত!

মাঝে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। সেখানে টানা ক্রিকেট খেলছে এমন তারকাদের বিশ্রাম দিয়ে শ্রেয়সকে সুযোগ দিলে সেটাও ভারতের বিশ্বকাপের প্রস্তুতির পক্ষে একটা লাভজনক পদক্ষেপ হবে বলে মনে করছেন অনেকে। এখন দেখার এটাই যে ম্যানেজমেন্ট এই তারকা ব‍্যাটারকে নিয়ে কি ভাবছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর