একধাক্কায় অনেকটাই সস্তা হল সোনা! লক্ষ্মীবারে কততে বিকোচ্ছে হলুদ ধাতু? জানুন রূপোর রেটও

বাংলাহান্ট ডেস্ক : গোটা দক্ষিণবঙ্গ নাজেহাল তীব্র গরমে। তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে একাধিক জায়গায়। বেশ কিছু জায়গার সর্বোচ্চ তাপমাত্রা পার করে গেছে ৪০ ডিগ্রী সেলসিয়াসের ঘর। গত কয়েকদিন গরমের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল সোনার দামও। তবে আজ বৃহস্পতিবার বেশ কিছুটা সস্তা হল হলুদ ধাতু।

এক ধাক্কায় সোনার দাম কমল ৩৩০০ টাকা। তবে রূপোর দামে বদল আসেনি আজ। পাশাপাশি ১০০ গ্রাম রূপো আজ বিক্রি হচ্ছে ৮৬৫০ টাকায়। আজ এক কেজি রুপোর দাম ৮৬ হাজার ৫০০ টাকা। এদিকে আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৬৭৬৫ টাকায়। গতকালের তুলনায় ৩০ টাকা কমেছে দাম। আজ ১০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম ৬৭ হাজার ৬৫০ টাকা, যা গতকালের তুলনায় ৩০০ টাকা দাম কম।

আরোও পড়ুন : বই নাকি গুগল! কার ভরসাতে বেনজির কীর্তি আদিত্যর? এবার মুখ খুললেন স্বয়ং UPSC টপার

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনা আজ বিক্রি হচ্ছে ৬ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকায়, অর্থাৎ একদিনেই তিন হাজার টাকা কমেছে সোনার দাম। ৭৩৮০ টাকায় আজ এক গ্রাম ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে, যা গতকালের তুলনায় ৩৩ টাকা কম। ৭৩ হাজার ৮০০ টাকা খরচ করতে হবে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা কেনার জন্য।

Gold is cheap during the wedding season

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ  ৭ লক্ষ ৩৮ হাজার টাকা, ৩৩০০ টাকা দাম কমেছে গতকালের দামের তুলনায়। অন্যদিকে, ১৮ ক্যারেটের এক গ্রাম সোনা গতকালের তুলনায় ২৪ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ৫৫৩৫ টাকায়। ২৪০ টাকা কমে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫৫ হাজার ৩৫০ টাকায়। একদিনে ২৪০০ টাকা কমে ১০০ গ্রাম ১৮ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ৫ লক্ষ ৫৩ হাজার ৫০০ টাকায়।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর