দোলে ভাঙ খেয়ে নেশার ঘোরে পাগলামি গুনগুনের, বৌকে সামলাতে নাজেহাল সৌজন‍্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স্টার জলসার (star jalsha) অন‍্যতম জনপ্রিয় বাংলা সিরিয়াল (serial) ‘খড়কুটো’ (khorkuto)। সিরিয়ালের টিআরপি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চরিত্রগুলির জনপ্রিয়তা। দর্শকদের মুখে মুখে ঘুরছে এখন ‘সৌগুন’ এর নাম। খড়কুটোর নায়ক নায়িকা সৌজন‍্য (soujonno) ও গুনগুনের (gungun) জুটিকে ভালবেসে এই নামই দিয়েছেন অনুরাগীরা।

সৌজন‍্যকে বিয়ে করে এক বছরের জন‍্য এই বাড়িতে থাকবে গুনগুন। তারপর গ্র‍্যাজুয়েশন পরীক্ষায় পাশ করে গেলেই ফের বাবার কাছে ফিরে যাবে। এই শর্তেই সৌজন‍্যর সঙ্গে থাকতে রাজি হয় গুনগুন। প্রথমে দুজনের মধ‍্যে একেবারেই মিলমিশ না হলেও ধীরে ধীরে একে অপরের কাছে আসতে শুরু করেছে সৌজন‍্য গুনগুন।


ছটফটে গুনগুনের মজার মজার কাণ্ডকারখানাও এখন ভাল লাগছে সৌজন‍্যর। অপরদিকে সৌজন‍্যর উপর একটু একটু করে অধিকারবোধ জন্মাচ্ছে গুনগুনেরও। সব মিলিয়ে সৌগুন জুটি এখন তুমুল জনপ্রিয়। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খড়কুটোর টিআরপি।

এবার হোলি স্পেশাল এপিসোডে দর্শকদের জন‍্য অপেক্ষা করছে গুনগুনের আরো এক মজার কাণ্ড। দোল খেলার মাঝে বেশি ভাঙ খেয়ে ফেলে নেশায় পা টলমল গুনগুনের। মুখ খুললেই ভুলভাল বলে ফেলছে। বৌকে আগলে রাখার দায়িত্ব সৌজন‍্যরই। এদিকে গুনগুনকে সামলাতে তার নাজেহাল অবস্থা।

https://www.instagram.com/p/CMzvEwHBGCm/?igshid=1o9ielvzpdmj0

হোলি স্পেশাল এপিসোডের প্রোমো ইতিমধ‍্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সৌজন‍্য গুনগুনের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে দর্শকরা। গুনগুনের এই মজার কাণ্ড কারখানাই যে সিরিয়ালের জনপ্রিয়তার অন‍্যতম কারণ তা বলাই বাহুল‍্য।

সম্পর্কিত খবর

X