বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) আরম্ভ হওয়ার আর তিন মাসও বাকি নেই। স্টেডিয়ামগুলিও যুদ্ধকালীন প্রস্তুতিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রাখছে হাইভোল্টেজ ম্যাচগুলি আয়োজনের জন্য। এবারে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি যে স্টেডিয়ামগুলি আয়োজনের দায়িত্ব পেয়েছে তার মধ্যে অন্যতম হলো ইডেন গার্ডেন্স (Eden Gardens)। বিশ্বকাপের একটি সেমিফাইনাল সহ পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করবে কলকাতার এই ঐতিহ্যবাহী স্টেডিয়াম।
কিন্তু তার আগে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের মতের অমিল নিয়ে একটি ঘোড়ালো পরিস্থিতি তৈরি হয়েছে। এমনিতে সিএবির ব্যবস্থাপনা নিয়ে কোন অভিযোগ তোলার জায়গা নেই। কিন্তু বিসিসিআই-এর অভিযোগ যে তাদের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা না করেই বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিটের দাম নির্ধারণ করেছে সিএবি।
এবারের বিশ্বকাপে টিকিটের দাম বেশ চড়া রেখেছে সিএবি। ইডেনের সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের টিকিটের দামই ৬৫০, ১০০০ ও ১৫০০ টাকা! পাকিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে যে দুটি ম্যাচে ইডেনে মাঠে নামবে সেই ম্যাচে স্টেডিয়ামের বিভিন্ন ব্লকের টিকিটের মূল্য যথাক্রমে ৮০০, ১২০০, ২০০০ ও ২২০০ টাকা। আর ভারতীয় দলের প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ এবং সেমিফাইনাল (সম্ভাব্য ভারত বনাম পাকিস্তান) ম্যাচের টিকিটের দামগুলি হলো যথাক্রমে ৯০০, ১৫০০, ২৫০০ ও ৩০০০ টাকা।
এবার দুই পক্ষের এই বিরোধিতার মাঝেই নিজের বক্তব্য প্রকাশ করেছেন প্রাক্তন সিএবি ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেই এর আগে কাজ করেছেন সৌরভ। তবে তিনি মনে করেন যে টিকিটের মূল্য নির্ধারণ করার ব্যাপারটা সম্পূর্ণ সিএবির অভ্যন্তরীণ বিষয়।
সৌরভ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে হয় ইডেন গার্ডেন্সে টিকিটের দাম কি হবে সেটা পুরোপুরি সিএবির নিজেদের বিষয়। এই সম্পর্কে। যে কোনওরকম সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে।” প্রসঙ্গত, ২০১৫ সালের সিএবির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন সৌরভ। অপরদিকে ২০১৯ সাল থেকে ২০২২ সাল অবধি বিশ্বে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।