বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি? রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুললেন মহারাজ

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে সরগরম হয়ে রয়েছে বাংলা। সৌরভ গাঙ্গুলি (sourav ganguly), বাংলার রাজনীতিতে এই মানুষটি কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, বিজেপিতে যোগ দেওয়ার পর বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখা যেতে পারে BCCI প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলি। কিন্তু তারপরই কিছুটা ছন্দ পতন হয়। আচমকাই হার্ট অ্যাটাক হওয়ায় কিছুদিনের জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল দাদাকে।

bcci sourav ganguly reuters file 1575197401

এখন সম্পূর্ণ সুস্থ থাকলেও সৌরভ গাঙ্গুলির অসুস্থতার পর থেকে রাজনৈতিক আলোচনায় সেভাবে আর তাঁর নাম উঠতে শোনা যায়নি। তবে আবারও রবিবারের ব্রিগেডের মাঠে তাঁকে দেখা যাওয়ার একটা গুঞ্জন উঠলেও, তা বাস্তব রূপ পায়নি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় অনুপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি।

এক সংবাদ সংস্থার পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়েছিল, রাজনীতির ময়দানে পরবর্তীতে তাঁর কি পদক্ষেপ হতে চলেছে? কি প্ল্যান রয়েছে তাঁর? উত্তরে তিনি সম্পূর্ণভাবে বিষয়টা এড়িয়ে গিয়ে জানিয়েছেন- ‘এবিষয়ে আমার কাছে এখন কোন উত্তর নেই’। এমনকি বাংলায় ২৯৪ আসনে কোন দল রাজ করবে, সেবিষয়ে তাঁর মত- ‘সবটাই জনগণ বিচার করবেন’।

bjckjkjc

এখনও অবধি দাদা সৌরভ গাঙ্গুলির রাজনৈতিক অবস্থান স্পষ্ট নয়। তিনি আদৌ রাজনীতিতে এখন যোগ দেবেন কিনা, সেই উত্তরও স্পষ্ট নয়। সবকিছু মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে সৌরভ গাঙ্গুলির রাজনৈতিক অবস্থান নিয়ে বঙ্গবসীর মনের মধ্যে হাজারো প্রশ্নের তালিকা তৈরি হয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর