‘এক ফোনেই পাওয়া যায়, খেয়েছি কিনা খোঁজ নেন’, শিল্প মঞ্চে দাঁড়িয়ে মমতার ভূয়সী প্রশংসা সৌরভের

বাংলা হান্ট ডেস্ক: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়‌ (Sourav Ganguly)। মঙ্গলবার কলকাতার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) হাজির হন প্রাক্তন ভারত অধিনায়ক। যেখানে ব্যক্তি হিসেবে মমতাকে প্রশংসায় ভরিয়ে দেন মহারাজ।

বক্তব্য রাখার সময় ‘দাদা’ বলেন, ‘মমতাদিকে একটা এসএমএস (SMS) করবেন, দেখবেন এক মিনিটের মধ্যে জবাব পেয়ে যাবেন। কীভাবে এত তাড়াতাড়ি উনি জবাব দেন, সেটা ভেবে আমি নিজেও চমকে যাই।’ সৌরভ আরও বলেন, ‘যখন দেশের বাইরে থাকি, টিভিতে আমাকে দেখলে দিদি ফোন করে খোঁজ খবর নেন। খাবার ঠিকমতো খাচ্ছি কিনা জানতে চান।’

আরও পড়ুন: ৬ মাসের মাথায় চতুর্থবার বিয়ে করলেন নোবেল! জাপটে চুম্বন, স্ত্রীয়ের চুল টেনে যুদ্ধ শুরু! দেখুন ছবি…

বিশ্ব বাণিজ্য সম্মেলনে শিল্পপতি ও উদ্যোগপতিদের উদ্দেশে এদিন সৌরভ বলেন, ‘বাংলায় (West Bengal) মেধার অভাব নেই। নবীন প্রজন্ম উচ্চ শিক্ষার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা পেতে চায়। আমি আশা রাখব, আপনারা এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে আস্থা রাখবেন। আমি এটুকু বলতে পারি আপনারা হতাশ হবেন না। হ্যাঁ ছোটখাটো বাধা বা সমস্যা হতে পারে। কিন্তু আমি নিশ্চিত তার দ্রুত সমাধানও হয়ে যাবে।’

mamata sourav

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর স্পেন (Spain) সফরেও হাজির হয়েছিলেন সৌরভ। বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেছিলেন‌‌। এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন মহারাজ। সেই সঙ্গে শিল্পপতিদের বাংলায় আসার জন্য আহ্বানও জানালেন ‘দাদা’। সৌরভ স্পষ্টতই এদিন বলেন, বাংলায় বিনিয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করা যেতে পারে। তিনি বাংলায় শিল্প চান। তিনি হেল্পফুল। সহজে তাঁর কাছে যাওয়াও যায়।

Monojit

সম্পর্কিত খবর