বাংলা হান্ট ডেস্ক : বাঙালির সন্ধ্যাকালীন আড্ডা মানেই সেখানে থাকবে তুঁতে, শিমুল, দীপাদের জীবনের রোজনামচা। এক কাপ ধোঁয়া ওঠা গরম চা আর তার সাথে টিভির পর্দা__এই যুগলবন্দীকে কেউ হার মানাতে পারবেনা। আর কোন সিরিয়াল কেমন ফলাফল করল তার TRP রিপোর্ট আসে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। এবারও চলে এল বাংলা ডেলি সোপের রিপোর্ট কার্ড।
এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া যে অপ্রতিরোধ্য সেকথা বলাই বাহুল্য। প্রথমে সূর্যর ভুল ভাঙা এবং তারপর জেলে যাওয়ার হওয়ার ঘটনা যে দর্শকমহলে ভালো আলোড়ন ফেলেছে তা টিআরপি পয়েন্ট থেকেই স্পষ্ট। চলতি সপ্তাহে সূর্য-দীপার ঝুলিতে এসেছে ৮.৫ পয়েন্ট। এবং যথারীতি বেঙ্গল টপারের স্থানটিও ধরে রেখেছে এই মেগা। এরপরেই রয়েছে ফুলকি এবং জগদ্ধাত্রী।
তবে এসব তো ডেলি সোপের গল্প। নন ফিকশন শো-র গল্প জানেন? চলতি মাসেই শুরু হয়েছে সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত শো ‘দাদাগিরি’। গত ৬ অক্টোবর ছিল শো-র গ্র্যান্ড ওপেনিং। শুরু হতে না হতেই ছক্কা হাঁকিয়েছে প্রোগ্রামটি। প্রথম সপ্তাহেই ‘দাদাগিরি’র প্রাপ্ত নম্বর ৬.২। অন্যদিকে ঘরে ঘরে জি বাংলার ঝুলিতে গেছে ১.৬ পয়েন্ট। ডান্স বাংলা ডান্স পেয়েছে ৫.৫ পয়েন্ট। এছাড়া রচনা ব্যানার্জির দিদি নম্বর ওয়ান এর প্রাপ্ত পয়েন্ট ৬.১। তবে এবারও সূর্য-দীপাকে হাতিয়ার করেই সপ্তাহহন্তে বাজিমাত করল স্টার জলসা।
নন ফিকশন টিআরপি এক নজরে :
দাদাগিরি : ৬.২
দিদি নম্বর ১ [সানডে ধামাকা] : ৬.১
ডান্স বাংলা ডান্স : ৫.৫
ঘরে ঘরে জি বাংলা : ১.২
স্যাটার ডে ফিকশন স্টার জলসা (৯.৩০-১১.০০) : ৬.৫
সানডে ফিকশন স্টার জলসা (অনুরাগের ছোঁয়া, ভালোবাসার উৎসব) : ৯.৪
হ্যাঁ, চলতি সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’র ভালোবাসার মরসুম-এর ঝুলিতে এল ৯.৪ রেটিং পয়েন্ট। গত রবিবার তিন ঘণ্টা ধরে যে এপিসোড টেলিকাস্ট হয়েছে তার টিআরপি রেটিং সত্যিই চমকে দেওয়ার মত। এই নম্বরই প্রমাণ করে যে, ভক্তদের মধ্যে সূর্য দীপার ক্রেজ কতখানি। নেটিজনদের একাংশের দাবি, ‘অনুরাগের ছোঁয়া’র জনপ্রিয়তা কমাতেই নাকি শুক্র-শনি ‘দাদাগিরি’র সম্প্রচার করছে জি বাংলা। এখন দেখা যাক দাদার ক্যারিশ্মা সত্যিই সূদীপার নম্বর কাটতে সক্ষম হয় কী না!