বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) সুযোগ পাওয়া কতটা কঠিন। তার চেয়েও বেশি কঠিন হলো ভারতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা। ভারতীয় উপমহাদেশে প্রতিভার কোন অভাব নেই এবং ক্রিকেটের ক্ষেত্রে জোগান এবং প্রয়োজনের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাই বহু ক্রিকেটারই এমন আছেন যারা দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ না পেয়ে অন্য দেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন ক্রিকেটের মঞ্চে।
আজকের এই প্রতিবেদনে আমরা এমনই এক ক্রিকেটারের কথা আলোচনা করতে চলেছি। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সুযোগ পাননি। কারণ তার জন্মই হয়েছে দক্ষিণ আফ্রিকার (South Africa) ডারবানে। প্রোটিয়া শিবিরের তিন ফরম্যাটেই বহু ম্যাচ খেলেছেন এই তারকা। এখন বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা দলে নিজেকে আবার প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি। এই তারকা আর কেউ নন, তিনি হলেন ৩৩ বছর বয়সী স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj)।
তার জন্মের আগে তার পূর্বপুরুষরা ভারতেই বসবাস করতেন। উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে তারা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন কাজের জন্য। ওখানে বসবাস করলেও ভারতীয় সংস্কৃতিকে তারা ভুলে যাননি এবং কেশব মহারাজের আচরণের মধ্যেও সেই ছাপ স্পষ্ট। তিনি ভারতীয় মন্দির ও হিন্দু ধর্মের বিভিন্ন উপাচারের অত্যন্ত বড় ভক্ত।
আরও পড়ুন: BCCI-কে খুশি করে দিলেন রোহিত! ভারতকে বিশ্বকাপ জেতাতে এই বড় ত্যাগ স্বীকার করছেন হিটম্যান
দক্ষিণ আফ্রিকা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৭ই অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের অভিযান আরম্ভ করবে। আর সেই অভিযানে তাদের সবচেয়ে বড় অস্ত্রদের মধ্যে একজন হতে চলেছেন কেশব মহারাজ। তার আগে কেরালার বিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে (Sri Padmanabhaswamy Temple) প্রার্থনা করে এসেছেন এই দক্ষিণ আফ্রিকান তারকা।
আরও পড়ুন: পাকিস্তানকে হারালেই বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়বে ভারত! ইতিহাসের পাতায় উঠে আসবেন কোহলিরা
এই বিশ্বকাপ আরম্ভ হওয়ার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের ৪ ম্যাচে অজিদের বিরুদ্ধে ৮ উইকেট নিয়ে তিনি নিজেকে অপরিহার্য প্রমাণ করেছিলেন। ভারতের পিচে তিনি যে অনেক বেশি কার্যকরী প্রমাণিত হবেন তা নিশ্চিতভাবেই বলা যায়।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’