বাবা না থাকায় কোনো সেলিব্রেশন নয়, জন্মদিনের আগে মন খারাপ শ্রীলেখার

বাংলাহান্ট ডেস্ক: গত বছর এ সময়ে ছিলেন জুরিখে। বাবাকে ছাড়া প্রথম জন্মদিন কেটেছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra)। কলকাতাতেই ছিলেন অভিনেত্রীর বাবা। দেশে ফেরার কয়েক দিন পরেই জীবনের সবথেকে বড় ধাক্কাটা পেয়েছিলেন শ্রীলেখা। প্রয়াত হন তাঁর বাবা। এ বছর কলকাতাতেই রয়েছেন অভিনেত্রী। কিন্তু সঙ্গে নেই বাবা।

আগামী ৩০ অগাস্ট জন্মদিন শ্রীলেখার। গত বছরের তুলনায় এবারে অনেক কিছুই বদলে গিয়েছে। গত বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ইন ক‍্যালকাটা’ ছবিটি প্রদর্শিত হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসবে।

Sreelekha award 1
জুরিখ ঘুরে ভেনিসে পৌঁছেছিলেন শ্রীলেখা। জন্মদিন কেটেছিল বিদেশে এক বাঙালি পরিবারের অতিথি হয়ে। তাঁরাই বাঙালি খাবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জন্মদিনের ভোজ খাইয়েছিলেন অভিনেত্রীকে। মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ও চিংড়ি মাছ। কলকাতায় মেয়ে আর অভিনেত্রীর বান্ধবী কেক কেটে উদযাপন করেছিলেন জন্মদিন।

কিন্তু এবারে আর কোনো রকম উদযাপন করায় মন নেই শ্রীলেখার। বাবাকে বড্ড মনে পড়ছে তাঁর। বাবার সঙ্গে তোলা একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘জন্মদিন যত এগিয়ে আসছে তত যেন মন খারাপ বাড়ছে। না বয়স বাড়ার কারণে নয়, বুঝিনা কেন বয়সটা ফ্যাক্টর হয় আজকের দিনে দাঁড়িয়েও।’

শ্রীলেখা আরো লিখেছেন, ‘শেষ জন্মদিন সুইজারল‍্যান্ডে ছিলাম। সেটা বাদ দিয়ে একটাও মনে পড়ে না যেটা তোমায় ছাড়া সেলিব্রেট করেছি। তোমার না থাকায় আর কোনো সেলিব্রেশন নয় বাবা। কিচ্ছুটি আর আগের মতোন নেই।’

বাবা ছিলেন শ্রীলেখার কাছে বন্ধু এবং জীবনের পথ প্রদর্শক। অভিনেত্রীর একটা বড় আশ্রয় স্থল। সেই মানুষটাকে হারিয়েই ভেঙে পড়েছিলেন শ্রীলেখা। বছর ঘুরতে চলল কিন্তু বাবাকে হারানোর কষ্ট এখনো ভুলতে পারেননি অভিনেত্রী।


Niranjana Nag

সম্পর্কিত খবর