টসে হার, আজ শ্রীলঙ্কার বিরূদ্ধেও ভারতকে করতে হবে এই কঠিন কাজ! ম্যাচের শুরুতেই চাপে রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারন ছন্দে রয়েছে। আর আজকে তারা মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। এশিয়া কাপ ফাইনালের পর আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) মাঠে নামছে ভারত। সেই ম্যাচে যতটা দাপট রেখে তারা জিততে পেরেছিল তেমনটাই এবারও হবে এটা প্রত্যাশা করছে ভারতীয় সমর্থকরা। তবে রোহিত শর্মাদের (Rohit Sharma) কাজটা এতটা সহজ নাও হতে পারে।

কারণ আজকের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আর তাদের হাতে রয়েছে দিলশান মধুশঙ্কার মতো বাঁ-হাতি ফাস্ট বোলার। নতুন বল হাতে উইকেট তোলার ব্যাপারে তিনি সিদ্ধহস্ত। শুভমান গিল এই মুহূর্তে খুব একটা ভালো ছন্দে নেই। এমন অবস্থায় রোহিত শর্মার উপর দায়িত্ব বাড়বে ভারতকে একটা চমৎকার স্টার্ট দেওয়ার ব্যাপারে।

মুম্বাইয়ের গত কয়েকদিন ধরে এই রাতে শিশির পড়ছে। ভারতীয় বোলারদের সেই সমস্যার মুখোমুখি হতে হবে। তাই ভারতের প্রয়োজন একটা বড় স্কোরের যা ডিফেন্ড করা তাদের বোলারদের পক্ষে সহজ হবে। এই শ্রীলঙ্কা খাতায়-কলমে অনেক দুর্বল কিন্তু তাদের হালকাভাবে নেওয়ার কোনও উপায় নেই।

আরও পড়ুন: পাকিস্তান যদি বিশ্বকাপে ভারতকে হারায়, তাহলে খুলে নাচবো”, মন্তব্য তারকা পাক ক্রিকেটারের

অনেকেই বলতে পারেন যে গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমেও অসাধারণ জয় পেয়েছে ভারতীয় দল। তবে ইংল্যান্ডের ক্রিকেটাররা স্পিনের বিরুদ্ধে অত্যন্ত দুর্বল। তাই ফাস্ট বোলাররা যখন শুরুতেই আঘাত এনেছিল তখন আর মিডল অর্ডার সামলাতে পারেনি সেই চাপ। শ্রীলঙ্কা তুলনামূলকভাবে স্পিনের বিরুদ্ধে সবল। তাই শামি-বুমরা জুটির উপর অতিরিক্ত দায়িত্ব থাকবে।

আরও পড়ুন: এখন কোহলি, রোহিতরাই ভরসা! সম্মানরক্ষার জন্য ভারতীয় দলকে সমর্থন বাংলাদেশ ভক্তদের

ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর