হাওড়ায় রেল আর মেট্রো স্টেশনকে জুড়তে বড়সড় প্ল্যানিং! যাতায়াতের সুবিধা বাড়বে যাত্রীদের

বাংলাহান্ট ডেস্ক : হাওড়া রেল স্টেশন ও হাওড়া মেট্রো স্টেশনেকে জুড়তে বিশেষ ভাবনা রেলের। হাওড়া স্টেশনে লোকাল ট্রেন থেকে যাত্রীরা নেমে যাতে সহজেই মেট্রো স্টেশনে পৌঁছাতে পারেন তার জন্য সাবওয়ে তৈরির পরিকল্পনা করছে মেট্রো রেল। মেট্রো রেলের জেনারেল ম‌্যানেজার পি উদয়কুমার রেড্ডি জানিয়েছেন এই কথা।

হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে বাণিজ্যিক মেট্রো পরিষেবা শুরু হয়েছে গত ১৫ই মার্চ থেকে। যাত্রা শুরু প্রথম দিন থেকেই যাত্রীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে এই মেট্রো নিয়ে।তবে হাওড়া স্টেশনে লোকাল ট্রেন থেকে নামার পর যাত্রীদের হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগছে। 

আরোও পড়ুন : ফেল দশম-দ্বাদশ শ্রেণীতে! তারপরও হয়েছেন IAS, এই মহিলার কাহিনী হার মানাবে রূপকথাকেও

ফেরার সময়ও একই ঘটনা ঘটছে। যাত্রীদের বেশ কিছুটা ঘুরে পৌঁছতে হচ্ছে। এরফলে বেড়ে যাচ্ছে ভিড়। যাত্রীদের লোকাল ও মেট্রোর মধ্যেকার পথ সুগম করতে নতুন এই পরিকল্পনা নেওয়া হয়েছে। জেনারেল ম‌্যানেজারের কথায়, যাত্রীদের সুবিধার জন্য মেট্রো স্টেশনে সাইনেজ বাড়ানো হবে। পাশাপাশি QR-এর মাধ্যমে টিকিট বুক করার জন্য প্রচার চালানো হবে।

fb img 1711176455091

পি উদয়কুমার রেড্ডি জানিয়েছেন, শুরুর দিন থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড লাইনে যাত্রী সংখ্যা ছিল ৩ লক্ষ ৪২ হাজার মতো। তবে যতদিন যাচ্ছে তত কমছে যাত্রী সংখ্যা। মনে করা হচ্ছে মেট্রো স্টেশন থেকে লোকাল ট্রেন ধরতে যাওয়ার সমস্যার কারণেই এটা হচ্ছে। সেই কারণে নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর