বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে ক্ষোভের আগুনে ফুঁসছে গোটা বাংলা। কলকাতার বুকে আরজিকরের (RG Kar) তরুণীর এমন নৃশংস হত্যা বার বার প্রশ্ন তুলছে রাজ্যের মেয়েদের নিরাপত্তা নিয়ে। ৭৮ তম স্বাধীনতা দিবসে এসেও এমন একটা দিনের সাক্ষী তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি রাজ্যবাসী। মেয়েরা ঠিক কোথায় নিরাপদ? উত্তর না পেয়ে, মেয়েরাই এখন সুনিশ্চিত করছেন নিজেদের নিরাপত্তা।
বাংলা সিরিয়ালে (Bengali Serial) সমাজের বাস্তব দিক
তাই এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কোনো মেয়ে যদি নির্যাতনের হাত থেকে নিজেকে বাঁচাতে পাল্টা আক্রমণ করেন, তাহলে তার দায় কার? প্রাণ বাঁচাতে কাউকে হত্যা করলে সেটা অপরাধ হবে নাকি প্রতিবাদ?প্রসঙ্গত অতীতে বাস্তব জীবনে ঘটে যাওয়া একাধিক নির্যাতনের ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিনেমা। বাস্তবের ঘটনাই ফুটিয়ে তোলা হয়েছে সিনেমার পর্দায়।
এবার বাস্তব জীবনের এমনই একটি ঘটনা উঠে এসেছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) পর্দায়। সেখানে এই সমাজ আর প্রশাসনের দিকে ছুঁড়ে মারা হয়েছে খুবই বাস্তব সম্মত একটি প্রশ্ন। সেখানে বলা হয়েছে নির্যাতনের হাত থেকে কোন মেয়েকে বাঁচানোর জন্য যদি কেউ অপরাধীকে খুন করে তাহলে সেটা কি অন্যায় বলে বিবেচিত হবে?
আরও পড়ুন : বড় পদক্ষেপ নিলেন অরিজিৎ সিং! আরজিকর কাণ্ডের প্রতিবাদে করলেন এই কাজ
বর্তমানে এই প্লট নিয়েই এগিয়ে চলেছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ‘আকাশ কুসুম’ (Akash Kusum)। এই ধারাবাহিকে (Bengali Serial) দেখা গিয়েছে রাজা, অমৃতা,অরিত্র, রেহান এরা সবাই মিলে বাড়িতে পার্টি করতে ব্যস্ত।এমন সময় মদ্যপ অবস্থায় একটি ফাঁকা ঘরে রেহান গিয়ে চড়াও হয় অমৃতার ওপর। ঠিক তখনই অমৃতাকে বাঁচাতে সেখানে এসে উপস্থিত হয় ডালি।চোখের সামনে একটা মেয়ের এমন করুণ পরিণতি দেখে ডালি আঘাত করে রেহানকে।
আর ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় পুলিশ। ডালিও স্বীকার করে নেয় অমৃতাকে বাঁচাতে এসেই হত্যা করেছে রেহানকে। কিন্তু তারপরে জেল হয় ডালির আর এই ঘটনাই আরও একবার প্রশ্ন তুলল একজন মেয়ের সম্মান বাঁচাতে কেউ যদি অপরাধীকে হত্যা করে তাহলে সেটা আদতে প্রতিবাদ হবে নাকি অপরাধ? এখন দেখার এই সিরিয়াল অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য ডালি নিজে শাস্তি পাবে নাকি সত্যি কারের ন্যায় বিচার হবে তার সাথে।