‘আপনার পাপের ফল ভুগতে হচ্ছে জনগণকে!” পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর মহম্মদকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বাংলার বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। এই অশান্তি ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হাতজোড় করে আবেদন করলেও, কাজ না হলে এখন কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। গত দু’দিন হাওড়া, উলুবেড়িয়া ও পার্ক সার্কাসে সংখ্যালঘুদের আন্দোলনের ফলে হাজার হাজার মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

আর শনিবার এই নিয়ে কড়া বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি ট্যুইটে লেখেন, ‘আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?”

এবার মুখ্যমন্ত্রীর করা এই ট্যুইটের জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি পাল্টা ট্যুইট করে লেখেন, ‘ছেড়ে দিন, কঠোর ব্যবস্থা নেবেন আপনি, কেনো মিছে ধমক দিচ্ছেন! সবে কিছু দোকানপাট লুঠেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোম ছুঁড়েছে, থানায় পাথর মেরেছে, রেল স্টেশন ভাঙচুর করেছে। আপনিই তো বলেন “…লাথি খেতে হয়”। বিজেপি কোনো পাপ করেনি, আপনার পাপের ফলে আজ ভুগতে হচ্ছে জনগণকে।”

একদিকে, মুখ্যমন্ত্রী যেমন এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দোষারোপ করছেন। অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনাকে পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারের অব্যবস্থা ঢাকার অভিযোগ তুলছেন। অন্যদিকে, এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়েও সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

সম্পর্কিত খবর

X