বাংলা হান্ট ডেস্ক: করোনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করেছে বহু দেশ। ফলে আরও সংকটের সামনে পড়েছে ভারত। বিসিসিআই-এরও চিন্তা বাড়ছে। তারা এখন টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে নিজেদের থেকেই প্ল্যান ‘বি’ তৈরি করে রাখছে। যেখানে বলা হচ্ছে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারতের ক্রিকেট বোর্ড কিন্তু ভারতের বদলে টুর্নামেন্ট করা হবে আমীরশাহিতে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর আগে জানিয়েছিল, ভারতের পরিস্থিতির দিকে নজর রেখে প্ল্যান বি তৈরি রয়েছে।এই ব্যাপারে আইসিসির সঙ্গে সহমত বিসিসিআইযের অন্যতম শীর্ষ কর্তা নীরজ মালহোত্রা।তিনি বলেছেন, ‘কী হতে চলেছে সেটা এখনই বলা মুশকিল। কিন্তু একটা বিকল্প ভাবনা রয়েছে যে প্রতিযোগিতা একান্তই ভারতে আয়োজন করা গেলে তা হবে আমিরশাহিতে। কিন্তু আয়োজনের স্বত্ব থাকবে ভারতের হাতেই।’
এর আগেও করোনা পরিস্থিতির মাঝেই সেখানে আইপিএল আয়োজন করেছিল বিসিসিআই। সাফল্যের সঙ্গে শেষ করা গিয়েছিল ১৩তম আইপিএল। ফলে এবারে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চেয়ে ভাবনা চিন্তা শুরু করে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।
যে নয়টি ভেন্যুতে বিশ্বকাপ হওয়ার কথা ছিল সেগুলি হল, মুম্বই, নিউ দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধরমশালা, আমেদাবাদ ও লখনউ। কিন্তু গোটা দেশের সঙ্গে এই জায়গা গুলোতেও করোনার প্রকোপ বেড়েই চলেছে। কোভিডের দ্বিতীয় ঢেউ-এর তাণ্ডবে সর্বত্র দেখা যাচ্ছে মৃত্যু মিছিল। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী করোনাতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৬৪৫ জন। যা চিন্তায় ফেলেছে সকলকে।