নির্বাচনী প্রচারে গিয়ে একেবারে ‘ঘরের মেয়ে’ সায়নী, জমিয়ে বসে শিখলেন ‘দিদা স্পেশাল পুদিনার চাটনি’
বাংলাহান্ট ডেস্ক: আসানসোল (asansol) দক্ষিণে তৃণমূলের (tmc) হয়ে তারকা প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ (sayani ghosh)। প্রার্থী তালিকা ঘোষনা হওয়ার দিনই নিজের নির্বাচনী বিধানসভা কেন্দ্রে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন তিনি। গত রবিবারই আসানসোল পৌঁছে যান সায়নী। জোর কদমে প্রচারে নেমে পড়েছেন সায়নী। কার্যত সকলের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তিনি। সকলের সঙ্গে বসে মুড়ি চপ … Read more