বাদ পড়লেন শুভশ্রী, জি বাংলার মহালয়ায় এবার দেবী দূর্গা হচ্ছেন দর্শকদের প্রিয় এই অভিনেত্রী!
বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো বলতেই প্রথমে কোন কথাটা মাথায় আসে? কেউ বলবেন কেনাকাটা, কেউ বলবেন প্যান্ডেল হপিং, আবার কেউ নেবেন মহালয়ার (Mahalaya) নাম। মা দূর্গার আগমনী বার্তা দেয় মহালয়া। ভোরবেলা উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনা বাঙালির চিরকালের অভ্যাস। রেডিওর মহালয়ার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে টেলিভিশনের মহালয়াও। বড়পর্দা এবং ছোটপর্দার অভিনেত্রীরাই দেবদেবীর সাজে ফুটিয়ে তোলেন মহিষাসুরমর্দিনী। … Read more