শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও আছে বর্ণবিদ্বেষ: বিস্ফোরক দাবি ক্রিস গেইলের।
পুলিশি নির্মমতার শিকার হয়ে মৃত্যু ঘটেছে জর্জ ফ্লুয়েডের। জর্জ ফ্লুয়েডের মৃত্যুতে এই মুহূর্তে উত্তাল পুরো মার্কিন মুলুক। মার্কিন মুলুকের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এবার ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল সরব হলেন ক্রিকেটের বর্ন বৈষম্য নিয়ে। এইদিন বর্ন বৈষম্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে ক্রিস গেইল লিখেন, ‘কালো মানুষরাও দামি, কালো মানুষদেরও জীবনের দাম আছে। বর্ন … Read more