চিন্তা বাড়ল চিনের! ১৩,০০০ ফুট উচ্চতায় কড়া নজর রাখবে ভারত, তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা “টুইন টানেল”
বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে চিনের (China) নজর পড়েছে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ওপর। শুধু তাই নয়, মানচিত্রে অরুণাচলকে “দক্ষিণ তিব্বত” হিসেবে বিবেচিত করে ওই এলাকাকে বেমালুম নিজেদের অঞ্চল বলে দাবি করেছে চিন। এমতাবস্থায়, ওই মানচিত্রের প্রসঙ্গে বিতর্কের আবহেই দ্রুত এগিয়ে চলেছে অরুণাচলের সেলা টানেলের কাজ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অরুণাচল প্রদশে ১৩,০০০ ফুট উচ্চতায় … Read more