ভারতে প্রশিক্ষণ নেওয়া ‘শেরু’ই এখন দোর্দণ্ডপ্রতাপ তালিবান নেতা শের মহম্মদ আব্বাস স্তানিকজাই

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় বিশ বছর বাদে ফের একবার আফগানিস্তানের মসনদে ফিরেছে তালিবান। এখন সরকার গঠন কার্যত সময়ের অপেক্ষা, সেই সরকারের সপ্তরথী হিসেবে যাদের নাম সামনে আসে তারা হলেন, মৌলবী হাইবাতুল্লা আখুন্দজাদা, মোঃ ইয়াকুব, আব্দুল গনি বরাদর (রাষ্ট্রপতি পদের দাবিদার), সিরাজ উদ্দিন হক্কনী, আব্দুল হাকিম ইশাকজাই, মোল্লা ইব্রাহিম সদর এবং শের মহম্মদ আব্বাস স্তানিকজাই। এদের মধ্যে সবথেকে শিক্ষিত হলেন শের মহম্মদ আব্বাস স্তানিকজাই। যাকে অনেকেই ডাকেন ‘শেরু’ বলে। রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর, আফগান সেনাবাহিনীতেও কাজ করেছেন তিনি।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ভারতের সঙ্গেও করো যোগ রয়েছে শেরুর। আজ থেকে প্রায় ৪০ বছর আগে দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে এসেছিলেন এক বছর কুড়ির আফগান যুবক। তখন তিনি ছিলেন ভীষণই মৃদুভাষী। এ সময় আফগান সেনাদের প্রশিক্ষণের জন্য দরজা খুলে দিয়েছিল বন্ধু ভারত। সেই সূত্র ধরেই ১৯৮২ সালে আইএমএতে প্রশিক্ষণ নিতে এসেছিলেন স্তানিকজাই। আর এখন সেই শেরুর আফগান প্রধানদের অন্যতম।

এই ঘটনা যেন দেখেও মেনে নিতে পারছেন না তার সেসময়ের ব্যাচমেটরা। তার সেসময়ের সতীর্থ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডিএ চতুর্বেদী এক সংবাদ সংস্থাকে বলেন, “শেরুকে যখন দেখেছিলাম, ওঁর মধ্যে কট্টরপন্থী চিন্তভাবনার লেশমাত্র ছিল না।” আরেক বন্ধু কেশর সিংহ শেখাওয়াত বলেন, “আমরা এক সঙ্গে সময় কাটাতাম, সপ্তাহ শেষে ছুটিতে ঘুরতে যেতাম।” তিনি এও জানান মৃদুভাষী শেরু ক্লাসে প্রত্যেকের প্রিয় পাত্র ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য দেড় বছরের প্রশিক্ষণ শেষে আফগান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে যোগ দেন তিনি। লড়াই করেন সোভিয়েত আফগান যুদ্ধেও।

images 2021 08 20T193402.439

এর পর যখন ১৯৯৬ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালিবান, দেখা যায় তিনি সেই গোষ্ঠীর একজন সক্রিয় সদস্য। এমনকি তালিবান সহকারী উপ বিদেশ মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৫ সালে কাতারে তালিবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে শের মহম্মদ আব্বাস স্তানিকজাইকে। এবারও তালিবান সরকার গঠন করলে মন্ত্রী পদে আসন গ্রহণ করার সম্ভাবনা রয়েছে তার। কিন্তু তার সঙ্গে সময় কাটানো অনেকেই বুঝতে পারছেন না, মৃদুভাষী শিক্ষিত একজন যুবক কি করে এধরনের কট্টরপন্থী নেতায় পরিণত হলেন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর