তালিবান-পাকিস্তানের সম্পর্কে ফাটল, চরম বেইজ্জত হলেন ইমরান খান

বাংলা হান্ট ডেস্কঃ তালিবানের মুখপাত্র পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) উপর আক্রমণ করে তাঁকে ‘কাঠের পুতুল” বলে সম্বোধন করেছে। তালিবান মুখপাত্র বলেছে, ইমরান খানকে পাকিস্তানের জনতা নির্বাচিত করেনি। তালিবানের মুখপাত্র পাকিস্তানকে আফগানিস্তানের (Afghanistan) অভ্যন্তরীণ মামলায় দখল না দেওয়ার পরামর্শ দিয়েছে।

তালিবানের মুখপাত্র বলে, ইমরান খানকে কাঠের পুতুলও বলা হয়। আমরা যেমন অন্য কোনও দেশের মামলায় নাক গলাই না, তেমনই আমরা চাই আমাদের মামলাতেও যেন কেউ নাক না গলায়। বলে দিই, ইমরান খান এর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, আফগানিস্তান এই কাঠের পুতুল সরকারের সঙ্গে টিকে থাকতে পারবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে জবাব দিয়ে তালিবানের মুখপাত্র বলে, ‘আপনারা ইমরান খানকে নিয়ে বলছেন যে, উনি আফগানিস্তানে সমাবেশি সরকার চান। পাকিস্তান নিজেই চরম সমস্যার মধ্যে দিয়ে রয়েছে। ইমরান খান নির্বাচিত নন। উনি পাকিস্তানিদের সহমতিতে প্রধানমন্ত্রী হননি।”

তালিবানের মুখপাত্র আরও বলে, ‘পাকিস্তানিরাই বলে যে বর্তমান সরকার সেনার হাতের পুতুল।  পাকিস্তানের বড় আর ছোট জাতকে কখনও মৌলিক অধিকার দেওয়া হয় না। পাকিস্তানের কোনও জাতিই বর্তমান সরকারের কাজে খুশি নয়। আর এই কারণেই তাঁরা সরকারকে সেনার হাতের পুতুল বলে।”

তালিবানের মুখপাত্র বলে, আমি যদি ওনার সরকারি মামলায় দখল দেওয়া শুরু করে দিই, যদি বলি যে আমার পাকিস্তানের সরকার পছন্দ হয় নি। আমরা চাই আমরা যেমন কারও মামলায় দখল দিচ্ছি না, তেমনই সবাই আমাদের অভ্যন্তরীণ বিষয় থেকে দূরে থাকুক।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর