বাংলা হান্ট নিউজ ডেস্ক: গুরুত্বহীন তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে বড় ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা। সিরিজ ইতিমধ্যেই জেতা হয়ে গেছে এবং বিশ্বকাপের আগে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পেয়ে দল থেকে ছিটকে যাচ্ছেন, সেই ভয়েই হয়তো বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের মত দুই তারকাকে বাদ দিয়েই আজ মাঠে নেমেছিল রোহিত শর্মার ভারত। কিন্তু তাদের অভাব পূরণ করতে পারল না শ্রেয়স আইয়ার, রিশভ পন্থরা। ৪৯ রানের ব্যবধানে হারের মুখ দেখলো তারা।
আফ্রিকা আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল। অধিনায়ক বাভূমা আরো একবার ব্যর্থ হলেও কুইন্টন ডি ককের ব্যাট আজ জ্বলে ওঠে। দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করার পর আজ তৃতীয় ম্যাচেও ৪৩ বলে ৬৮ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন তিনি। আজকের ম্যাচের যাবতীয় নজর নিজের ওপর এরপর নিয়ে নেন রিলি রসৌ। ৭টি চার ও ৮টি ছক্কা সহ ৪৮ বলে একটি দুরন্ত ১০০ রানের ইনিংস খেলেন তিনি। ডেভিড মিলারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই সিরিজে শতরান করলেন তিনি। মিলার আজ বড় ইনিংস খেলার সুযোগ না পেলেও মাত্র ৫ বল খেলে হাজার ১৯-রান করে দলকে ২২৭ অবধি পৌঁছে দেন। বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন প্রতিটি ভারতীয় বোলার।
করতে নেমে রিশভ পন্ত (২৭), দীনেশ কার্তিক (৪৬) এবং দীপক চাহার (৩১) কিছুটা লড়াই করেন কিন্তু বাকিদের ব্যর্থতায় বড় ব্যবধানে হারের মুখ দেখতে হয় রোহিত শর্মার ভারতীয় দলকে। দুর্দান্ত বোলিং করেন কাগিসো রাবাদারা। ১৮.৩ ওভারে ১৭৮ রানে অল-আউট হয়ে যায় ভারত।
এরই মধ্যে রোহিত শর্মা একটি লজ্জার রেকর্ড করে ফেলেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। সিরিজে প্রথম তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০ রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে কিছুটা ছন্দে ফিরলেও আজ আবারও তিনি রাবাদার বলে ০ রানে আউট হয়ে ফেরেন। এই নিয়ে টি-টোয়েন্টিতে দশবার শূন্য রানে আউট হয়ে ফিরলেন রোহিত। আর কোনও ভারতীয় তারকা এই ফরম্যাটে এতবার শূন্য রানে আউট হননি। ধারাবাহিকতা দেখাতে না পারলে রোহিতের ফর্ম অস্ট্রেলিয়ার মাটিতে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘০’ রানে আউট হওয়া ভারতীয়দের তালিকা:
রোহিত শর্মা: ১০ বার
লোকেশ রাহুল: ৫ বার
বিরাট কোহলি: ৪ বার