বিশ্বকাপের আগে আবার মাঠে নামছে ভারত! এবার প্রতিপক্ষ কারা? জানুন বিস্তারিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (2023 ODI World Cup) আরম্ভ হতে বাকি আর মাত্র সাতটা দিন। ভারতীয় দলের (Indian Cricket Team) মতোই বিশ্বের বাকি ক্রিকেট খেলিয়ে এবং বিশ্বকাপে সুযোগ পাওয়া দেশগুলি নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। ইতিমধ্যেই সকল দল ভারতের মাটিতে পৌঁছে গিয়েছে। আজ ভারতের মাটিতে পা রেখেছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England Cricket Team)।

আসন্ন বিশ্বকাপের আগে এই কয়েকদিনের মধ্যে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রত্যেকটি দল। রোহিত শর্মারাও তার ব্যতিক্রম নয়। সেপ্টেম্বর মাসের শেষ দিনে তারা নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলতে নামবে। আর সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে বদলে যাওয়া ইংল্যান্ড।

আসন্ন বিশ্বকাপে ভারতের পাশাপাশি সবচেয়ে বেশি বিপদজনক দল হতে পারে ইংল্যান্ড। ক্রিকেট সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গি অনেক আগেই বদলে ফেলেছে ব্রিটিশরা। তারা এখন টেস্ট ক্রিকেট খেলে ওডিআই ফরম্যাটের গতিতে। ওডিআই ফরম্যাটে তাদের মধ্যে দেখা যায় টি-টোয়েন্টি ফরম্যাটের তীব্রতা। তাদের দ্রুতগতিতে রান তোলার চেষ্টা যে কোনও বোলিং লাইন আপকে চাপে ফেলে দেয়।

kohli england

ভারতীয় দল মূল টুর্নামেন্টের লখনৌয়ের মাটিতে তাদের মুখোমুখি হবে অক্টোবর মাসের ২৯ তারিখ অর্থাৎ আজ থেকে এক মাস পরে। তার আগে একবার ইংল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দুই প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হবে ৩০শে সেপ্টেম্বর।

আরও পড়ুন: তারকা অলরাউন্ডার বাদ! গত ৬ বছরে মাত্র ৩টি ODI খেলা তারকাকে বিশ্বকাপের ভারতীয় দলে নিলো BCCI

বেন স্টোকসের মতো ক্রিকেটার ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষ‍্য নিয়ে নিজের অবসর ভেঙে ফিরে এসেছেন। এর থেকেই বোঝা যায় যে ইংল্যান্ড কতটা সিরিয়াস তাদের বিশ্বকাপ অভিযান নিয়ে। আজ অবধি মাত্র অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজই এমন দুই দল যারা পরপর দুবার বিশ্বকাপ জিততে পেরেছে। কিন্তু ভারতের মাটিতে এই প্রায় অসম্ভব কাজ করে দেখানোর জন্য আত্মবিশ্বাসী হয়ে আছে ব্রিটিশরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর