কলকাতায় ফের চালু হল Zee, Star ও Sony-র চ্যানেল! যদিও একলাফে দাম বাড়ল অনেকটাই

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিনে রীতিমতো চ্যানেল বিভ্রাটের সম্মুখীন হল কলকাতা ও তার আশেপাশের এলাকা। গত শনিবারই বেশ কয়েকটি MSO (Multiple System Operator)-তে Star, Zee এবং Sony-র চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। যদিও, বৃহস্পতিবার সন্ধ্যে থেকে পুনরায় চালু হয়ে যায় ওই চ্যানেলগুলি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দিল্লিতে সম্প্রচারকারী এবং MSO-দের বৈঠকের পর চ্যানেলগুলি ফের চলতে শুরু করে।

উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত চ্যানেলের বর্ধিত দাম দিতে অস্বীকার করা হয় MSO-দের তরফে। এমতাবস্থায়, ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চ্যানেলের সম্প্রচারই বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে, আপাতত চ্যানেলের দাম কিছুটা হলেও বাড়াতে রাজি হয়েছেন তাঁরা। এদিকে, বর্তমান হাইটেক যুগে এই প্রশ্নটা প্রায়ই শোনা যায় যে, OTT এবং অনলাইন স্ট্রিমিংয়ের রমরমায় কতজনই বা টিভি দেখেন?

   

এমতাবস্থায় জেনে অবাক হবেন যে, শুধুমাত্র কলকাতাতেই মাত্র ৩ টি MSO-র অধীনে প্রায় ১৫ লক্ষ কেবিল সংযোগ রয়েছে। এমনকি, সমগ্ৰ রাজ্যের পরিসংখ্যানের নিরিখে এই সংখ্যাটা পৌঁছে গিয়েছে ৪১ লক্ষে। স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক মানুষ এখনও নিয়মিতভাবে টিভির পর্দায় চোখ রাখেন। তবে, সম্প্রতি কয়েকদিনের অচলাবস্থার জেরে প্রধান প্রধান কিছু চ্যানেল দেখতে পাচ্ছিলেন না তাঁরা।

মূলত, সংগঠনের দাবি ছিল যে বর্তমানে এমনিতেই মানুষ ক্রমশ কেবিলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। Zee5-এর মাধ্যমে Zee-এর চ্যানেলগুলি পাওয়া যায়। পাশাপাশি, Star এবং Sony-র ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ঠিক এই আবহেই কেবল সংযোগের দাম বাড়িয়ে দিলে গ্রাহকেরা কেবলের প্রতি আগ্রহ হারাবেন। যার সামগ্রিক প্রভাব পড়বে ব্যবসায়। সেই কারণেই এই দাম বৃদ্ধির প্রতিবাদ হিসাবে চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ রাখা হয়।

whatsapp image 2023 02 24 at 8.01.24 pm

এমন পরিস্থিতিতে, Hathway, DEN এবং TPL-KCBPL-এর মতো MSO-গুলি এবার সম্প্রচারকারীদের সঙ্গে এক নয়া চুক্তির পথে হেঁটেছে বলে জানা গিয়েছে। মূলত, NTO 3-এর অধীনে নয়া দামের বাস্তবায়ন করা হবে। যেটিতে TRAI-ও অনুমোদন দিয়েছে। যার ফলে চ্যানেল এবং প্যাকেজের দাম ১৮ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে কলকাতার কেবল অপারেটর এবং MSO-দের তরফে জানানো হয়েছে, কিছু বান্ডিল প্ল্যানের প্রস্তাবিত দাম কমানো হলেও বাছাই করা জনপ্রিয় চ্যানেলগুলির দাম উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। যার ফলে Star এবং Zee-এর কিছু চ্যানেলের দাম অনেকটাই বাড়বে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর