বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Appellate Tribunal For Electricity (APTEL) মুম্বাইয়ের বিদ্যুৎ প্রদানকারী সংস্থা টাটা পাওয়ারকে (Tata Power) বিদ্যুতের হার কমানোর নির্দেশ দিয়েছে।
এদিকে, এই নির্দেশের ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন মুম্বইয়ের ৭.৫ লক্ষ গ্রাহক। শুধু তাই নয়, এর ফলে মুম্বইয়ের ওই বিপুলসংখ্যক বিদ্যুৎ গ্রাহককে কম বিলও দিতে হবে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, APTEL টাটা পাওয়ারকে বিদ্যুতের শুল্ক ১০.৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে।
কার্যকর হবে চলতি বছরের ১ এপ্রিল থেকে: মূলত, গত ১ এপ্রিল থেকেই এই হার কার্যকর হবে বলেও জানা গিয়েছে। এদিকে, এই নির্দেশের ফলে মুম্বইয়ের বিদ্যুৎ গ্রাহকরা প্রতি মাসে গড়ে ১০০ টাকারও বেশি সাশ্রয় করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, Appellate Tribunal For Electricity টাটা পাওয়ারকে বিদ্যুতের হার কমানোর নির্দেশ দেওয়ার প্রসঙ্গে জানিয়েছে যে, সংশ্লিষ্ট কোম্পানি বিদ্যুতের হার বাড়ানোর ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করেনি। এছাড়াও APTEL আরও জানিয়েছে যে, বিদ্যুতের হার বৃদ্ধির জন্য টাটা পাওয়ার যে যুক্তি দিয়েছে তা ভিত্তিহীন।
গ্রাহকরা পাবেন স্বস্তি: এমতাবস্থায়, APTEL-এর এই নির্দেশ যে গ্রাহকদের বড় স্বস্তি দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ, এই নির্দেশের ফলে বিদ্যুৎ বিল আরও সাশ্রয়ী হবে। উল্লেখ্য যে, মহারাষ্ট্র ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (MERC) গত মার্চ মাসে বিদ্যুতের শুল্ক বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছিল। এর বিরুদ্ধে APTEL-এ আপিল করেছিল টাটা পাওয়ার। সেখান থেকে MERC-এর সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
এদিকে, টাটা পাওয়ারের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে বলা হয়েছে যে, “APTEL বিদ্যুতের হার বাড়ানোর ক্ষেত্রে MERC-এর সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। এই পরিস্থিতিতে, ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানির প্রস্তাবিত হারগুলি আবার কার্যকর হয়েছে।” সংশ্লিষ্ট কোম্পানির মতে, এই শুল্ক বর্তমান বিদ্যুতের হারের তুলনায় ২৫ থেকে ৩৫ শতাংশ কম হবে।