বাংলা হান্ট ডেস্ক: অস্ত্র তৈরি ও পরীক্ষার ক্ষেত্রে “আত্মনির্ভর” হওয়ার পথে এবার বড় পদক্ষেপ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। পাশাপাশি, অস্ত্রের পরীক্ষা ও শংসাপত্রের জন্য একটি “Nodal Umbrella Body” গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি প্রস্তাবও পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। এই সংস্থাটি প্রাইভেট কোম্পানিগুলির তৈরি প্রতিরক্ষা সরঞ্জামগুলিকে যাচাই এবং সার্টিফিকেশন করবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য যে, এই বছর কেন্দ্রীয় বাজেটে উল্লেখ করা হয়েছিল যে, শীঘ্রই একটি স্বতন্ত্র টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন সংস্থা গঠন করা হবে। পাশাপাশি, এটি ভারতের ব্যক্তিগত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলির জন্য একটি বড় পদক্ষেপ হিসাবে প্রমাণিত হতে পারে। পাশাপাশি, এর ফলে বেসরকারি কোম্পানি থেকে প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ আরও বাড়বে বলেও আশা করা হচ্ছে।
এছাড়াও, কোনো প্রাইভেট কোম্পানি যাতে ভুলভাবে কোনো উপকরণকে সঠিক ভাবে প্রমাণিত করতে না পারে সেদিকেও নজর রাখবে এই নতুন সংস্থা। অপরদিকে, ভুলক্রমেও যাতে নিম্নমানের অস্ত্র অভ্যন্তরীণ ব্যবহারের জন্য বা রপ্তানির জন্য অনুমতি না পেতে পারে তা লক্ষ্য রাখার দায়িত্বও নেবে এই সংস্থাটি।
এবারের বাজেটে প্রতিরক্ষা বাজেটের ৬৮ শতাংশ অভ্যন্তরীণ উৎপাদনে বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি, বেসরকারি শিল্পও এর সুবিধা নিতে পারে। ইতিমধ্যেই অনেক কোম্পানি সশস্ত্র ড্রোন, স্বয়ংক্রিয় যুদ্ধ যান, এয়ারক্রাফ্ট ইঞ্জিন, এসপিভি ইত্যাদি তৈরি করতেও শুরু করেছে।