বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক ছিল বহু। কিন্তু সেই সমস্ত বিতর্ককে পেছনে ফেলে একলাফে অনেকটাই বেড়ে গেল ছবির কালেকশন। সুদীপ্ত সেনের এই ছবিকে কেন্দ্র করে চর্চা হয়েছে বহু। এমনকি তামিলনাড়ুর হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই ছবির স্লট। কিন্তু তা সত্ত্বেও কিছুতেই রাখা গেল না এই ছবির জনপ্রিয়তা। তৃতীয় দিনেই কামাল করে ফেলল ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)।
বিতকর্কে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাত্র তিন দিনেই গোটা দেশ জুড়ে প্রায় ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ছুটির দিন অর্থাৎ রবিবার বক্স অফিসে এই সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১৬ কোটি টাকার। যা সত্যি প্রশংসনীয় বলেই মনে করছেন অনেকেই। এই ছবির সঙ্গে জড়িয়ে নেই কোনও স্টার-পাওয়ার। তারপরেও ব্যাপক সফল ‘দ্য কেরালা স্টোরি’।
এমনকি এই ছবির সামনে হেরে ভুত হয়ে গিয়েছে সলমান খান অভিনীত ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’। প্রথম দিনেই এই ছবি আয় করেছিল ৮.০৩ কোটি। শনিবার সেই আয় ৪০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১.২২ কোটিতে। আর তৃতীয় দিনে তো রীতিমত কেল্লাফতে।
এই ছবি নিয়ে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে লেখেন, ‘ অসাধারণ আয় করেছে ‘দ্য কেরালা স্টোরি’। আইপিএলের মরশুমেও রীতিমত হৈহৈ ফেলে দিল এই ছবি। সবচেয়ে বড় বিষয় হল এই ছবির সঙ্গেই বক্স অফিসে মুক্তি পেয়েছিল হলিউডের ছবি গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম ১৩। তবুও রাখা গেল না ‘দ্য কেরালা স্টোরি’ ঝড়।
#TheKeralaStory is UNSTOPPABLE and UNSHAKABLE… PHENOMENAL biz on Day 2 and 3 makes it a SMASH-HIT… Withstands two mighty opponents: #Hollywood film #GotGVol3 and #IPL2023… Fri 8.03 cr, Sat 11.22 cr, Sun 16 cr. Total: ₹ 35.25 cr. #India biz. #Boxoffice
Growth / Decline…
⭐️… pic.twitter.com/kAL2jLbCQr— taran adarsh (@taran_adarsh) May 8, 2023
উল্লেখ্য, এই ছবিকে ‘ইসলাম বিরোধী’ , ‘প্রোপাগান্ডা’ ছবি বলে কটাক্ষ করেছিল বাম-কংগ্রেস। তবে ছবির সমর্থনে সুর চওড়া করেছিল বিজেপি। প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন, এই ছবি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছিল। যদিও এই ছবিকে ‘ইসলামোফোবিক’ আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনেকেই। তবে কিছুতেই হল না কিছু। বক্স অফিসে ব্যাপক ব্যবসা করল ‘দ্য কেরালা স্টোরি’।