বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তানে (afghanistan) দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি করল আমেরিকা (america)। ফিরিয়ে নেওয়া হল মার্কিন বিমানবাহিনীর শেষ বিমান C-17 গ্লোবমাস্টার। ২০০১ সালে আমেরিকায় হওয়া ৯/১১-র সন্ত্রাসী হামলার বার্ষিকীর প্রায় ১১ দিন আগে, আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হল মার্কিন সেনা। এই ঘটনার পর রীতিমত বিজয় উল্লাস দেখা গিয়েছিল তালিবানদের মধ্যে।
এই ঘটনার পর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden) নাগরিকদের উদ্দেশ্যে বলেন, ‘দুর্নীতিগ্রস্থ ছিল আফগান সরকার। আশরাফ গনি পালিয়ে যেতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় কাবুলে। প্রেসিডেন্ট নিজেই যেন দেশটাকে তালিবানদের হাতে তুলে দিলেন’।
তিনি বলেন, ‘আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনার জন্য প্রায় ৬ হাজার সেনা পাঠানো হয়েছিল। প্রায় ৯০ শতাংশ আমেরিকাবাসীকে সে দেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আফগানিস্তানে অর্ধেক অংশই তালিবানদের দখলে ছিল। তাই কাবুল ত্যাগ ছাড়া, আর কোন উপায় ছিল না। ২০০১ থেকেই ধীরে ধীরে শক্তি সঞ্চয় করেছে তালিবানরা’।
জো বাইডেন আরও জানান, ‘কাবুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণই আমার ছিল। মার্কিন নাগরিক যারা সেদেশে রয়েছেন, তাঁদের স্বার্থেই কাবুল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন বছরে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। একদিকে চীনের চ্যালেঞ্জ আবার অন্যদিকে সাইবার আক্রমণ। সবদিক থেকে লড়াই জারি রেখে, অর্থ মার্কিনবাসীদের স্বার্থে ব্যবহার করা হবে’।
মার্কিন কমান্ডারদের ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, ‘আফগানিস্তানের বিপজ্জনক পরিস্থিতি থেকে নাগরিকদের সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য, কমান্ডার এবং তাদের অধীনে কর্মরত নারী ও পুরুষদের ধন্যবাদ জানাতে চাই আমি। ফিরিয়ে আনার জন্য ৩১ শে আগস্টের সময়সীমা নির্ধারণ করার ফলে, কোন প্রাণহানিও ঘটেনি’।