একসময়ের মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ, লম্বা বিরতির পর নায়িকা হয়ে ফিরছেন এই অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালের (Serial) দুনিয়াকে চোখের সামনে বদলাতে দেখেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। একসময় ছোটপর্দায় খুবই সক্রিয় ছিলেন তিনি। ‘এখানে আকাশ নীল’, ‘কুসুম দোলা’, ‘কোজাগরী’র মতো সুপারহিট মেগা সিরিয়ালে (Serial) অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তখন মেগা সিরিয়াল ছিল আক্ষরিক অর্থেই মেগা সিরিয়াল। তবে এখন আর তেমন দেখা মেলে না অপরাজিতার। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘এক্কা দোক্কা’য়। পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার বিরতি শেষে পুরোদমে সিরিয়ালে (Serial) ফিরছেন অভিনেত্রী।

মুখ্য চরিত্রে সিরিয়ালে (Serial) ফিরছেন অপরাজিতা

না, এবার আর পার্শ্বচরিত্রে নয়। মুখ্য চরিত্র নিয়েই ধারাবাহিকে ফিরছেন অপরাজিতা। যেমনটা জানা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্রে থাকছেন তিনি। ধারাবাহিকের গল্প লেখা হচ্ছে দুই মধ্যবয়সী নারী পুরুষকে নিয়ে। এর আগে একই ধরণের গল্প নিয়ে সুপারহিট হয়েছে ‘শ্রীময়ী’। ফের কি একই ম্যাজিক খেলবে? উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আরো পড়ুন : ‘সলমনের সাহস থাকলে…’ সরাসরি চ্যালেঞ্জ ভাইজানকে, ফের কী বলল লরেন্স বিষ্ণোই?,

অপরাজিতার নায়ক কে হচ্ছেন?

জানা গিয়েছে, নতুন সিরিয়ালটি (Serial) সম্প্রচারিত হবে স্টার জলসায়। তবে অপরাজিতার বিপরীতে কে থাকছেন? এই তথ্য এখনো অজানা হলেও দর্শকদের অনেকেই দেখতে চান অপরাজিতা এবং ঋষি কৌশিকের সেই পুরনো জুটিকে। একসঙ্গে একদিন প্রতিদিন, এখানে আকাশ নীল থেকে কুসুম দোলা সিরিয়ালে (Serial) সফল জুটি হিসেবে কাজ করেছেন দুজনে।

আরো পড়ুন : পাকিস্তানি সিরিয়ালের সঙ্গে বাংলার তুলনা, ছোটপর্দায় ভুল হচ্ছে কোথায়? সুদীপা বললেন, ‘শাঁখা সিঁদুরের দিব্বি দিয়ে…’

দর্শকরা কী বলছেন?

নতুন সিরিয়ালেও (Serial) কি ঋষি কৌশিক ফিরবেন? না, এখনো তেমন কোনো খবর মেলেনি। আসলে অভিনেতা এই মুহূর্তে রয়েছেন মধ্যে মুম্বইতে। সেখানেই শুটিংয়ে ব্যস্ত তিনি। তবে মাঝে শোনা গিয়েছিল, লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই নাকি বাংলা সিরিয়ালে (Serial) কামব্যাক করতে চলেছেন তিনি। তবে এখনো এ বিষয়ে এখনো কোনো পাকা খবর পাওয়া যায়নি।

Serial

প্রসঙ্গত, ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন অপরাজিতা। অভিনয় করেছেন চলো লেটস গো, চৌরাস্তা, বাকিটা ব্যক্তিগত, একফালি রোদ, ভেংচি, রাজলক্ষ্মী ও শ্রীকান্তর মতো ছবিতে। তবে ছোটপর্দার দর্শকরা আবারো নতুন চরিত্রে নতুন সিরিয়ালে তাঁকে দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর