বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের (Recruitment) জন্য এবার একটি বড় খবর সামনে এসেছে। বিশেষ করে যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে চান তাঁদের জন্য একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের তরফে শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রস্তাবিত করা হল।
মোট শূন্যপদের সংখ্যা: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, মোট ৬৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
কোন কোন পদে করা হবে নিয়োগ: এর মধ্যে ম্যানেজার পদে শূন্যপদের সংখ্যা হল ৫৯ টি। পাশাপাশি, সিনিয়র ও চিফ ম্যানেজার পদে শূন্যপদের সংখ্যা হল যথাক্রমে ৫ টি ও ২ টি।
আবেদন প্রক্রিয়া: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা iob.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: কংগ্রেস-তৃণমূল-আপ ঘুরে এবার বিজেপিতে যোগ! ‘সাত ঘাটের জল’ খেয়ে এবার ‘গেরুয়া’ অশোক
নিয়োগ প্রক্রিয়া: জানা গিয়েছে যে, অনলাইনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তারপর হবে ইন্টারভিউ। অর্থাৎ, অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। তারপরে তাঁদের ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ ও স্থান জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: “যা হয়েছে, নিয়ম মেনেই হয়েছে”, সেমিফাইনালের আগে মতবিরোধ দেখা গেল দ্রাবিড় ও সৌরভের মধ্যে
গুরুত্বপূর্ণ তারিখ: জানিয়ে রাখি যে, গত ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। যেটি চলবে আগামী ১৯ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।