অবিশ্বাস্য! এক টিকিটেই ১৬ হাজার কোটি! বিশ্বের সবচেয়ে বড় লটারি জিতে এই ব্যক্তি যা করলেন…

বাংলাহান্ট ডেস্ক : একটা লটারিতেই (Lottery) ১৬ হাজার কোটি টাকা! ভগবান যখন দেন তখন উজাড় করেই দেন, এটাই যেনো তার প্রমাণ। আর ভগবানের সেই আশীর্বাদ পেয়েছেন আমেরিকার এই যুবকও। কয়েক মিনিটের মধ্যে ১৬ হাজার কোটি টাকা তে রাতারাতি তিনিই হয়ে গেলেন শিল্পপতি রতন টাটার থেকেও ধনী!

রতন টাটার বর্তমান সম্পত্তির পরিমাণ চার হাজার কোটি টাকা। লটারি হলো ভাগ্যের খেলা। এই খেলায় বাজিমাত করতে পারলেই বাজিগর হওয়া যায়। সেটাই হয়ে দেখালেন আমেরিকার (United States of America) এক যুবক। আমেরিকার ওই যুবকের নাম অ্যাডউইন ক্যাস্ত্রো। জানা গিয়েছে, ক্যাস্ত্রো ২০২২ সালের নভেম্বর মাসে লটারির (Lottery) টিকিট কাটেন তিনি।

আরোও পড়ুন : মাধ্যমিকে খারাপ রেজাল্ট হওয়ায় বকুনি, হঠাৎ সেই ছেলে ধরল মুম্বাইয়ের ট্রেন! কী ঘটল এরপর?

তাতেই জ্যাকপট পান তিনি। ২০০ কোটি ডলার জেতেন। যা কিনা ভারতীয় মুদ্রায় ১৬ হাজার ৪০৭ কোটি টাকা। তাবড় তাবড় ধনী ব্যক্তিও সম্পত্তি নিরিখে পিছিয়ে গেছেন ক্যাস্ত্রোর থেকে। যদিও লটারির পুরস্কার মূল্যের পুরো টাকা পাননি ক্যাস্ত্রো। ৯৯ কোটি ৭০ লক্ষ ডলার পেয়েছেন। ভাবলেও অবাক হতে হয়!

আরোও পড়ুন : নয়া পর্যটন কেন্দ্র সিকিমে! এবার এই নতুন হ্রদে অনায়াসেই যেতে পারবেন পর্যটকরা

 ৯৯ কোটি ৭০ লক্ষ ডলার পাওয়ার পর ওই যুবক ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার হলিউড হিলস এলাকায় একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। সাথে আবার ৫০ লাখ ডলার ছাড় পেয়েছেন। এটি আমেরিকার অভিজাত এলাকা। হলিউডের অধিকাংশ তারকা ওই এলাকায় বসবাস করেন। ৩ কোটি ডলার দিয়ে বিলাসবহুল বাড়ি কিনেছেন অ্যাডউইন ক্যাস্ত্রো। তিন কোটি ডলারের ওপর পঞ্চাশ লাখ ডলার ছাড় পেয়েছেন তিনি।

KGQ2HLYFIJE7DN6Y36O5VEXW4Q

শেষে আড়াই কোটি ডলার মিলিয়ে ওই বাড়িটি কিনে  নিয়েছেন ৩০ বছর বয়সী ওই যুবক। বাড়িটি ১৩ হাজার ৫৭৮ বর্গফুটের। কি না নেই সেই বিলাসবহুল বাড়িতে। জিম, থিয়েটার, সুইমিং পুল থেকে শুরু করে আরাম আয়েশের আরোও কত কিছু। শুধু তাই নয়, ওই বিলাসবহুল বাড়িতে রয়েছে বিশাল বড় গ্যারাজ। ওই গ্যারেজে কমপক্ষের সাতটি গাড়ি রাখা যাবে।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর