সুরাপ্রেমীদের জন্য সুখবর! পুজোর সময় সারা রাত খোলা থাকবে মদের এই দোকানগুলি

   

বাংলাহান্ট ডেস্ক : সারা বছর প্রত্যেক বাঙালি অপেক্ষা করে থাকেন দূর্গা পুজোর জন্য। পুজোর সময় প্রত্যেক বাঙালি আনন্দে আত্মহারা হয়ে উঠেন। বন্ধু-আত্মীয়দের সাথে ঘোরা থেকে শুরু করে জমিয়ে খাওয়া-দাওয়া, এসব কিছুই পুজোর একটা অংশ। এমন বহু বাঙালি রয়েছেন যারা পুজোয় বাইরে ঘুরতে যান।

তবে অনেকের কাছেই সেলিব্রেশন মানে মদ্যপান। সারা বছর মদ্যপান না করলেও উৎসবের কটা দিন অনেকেই মজে ওঠেন সুরা রসে। ভারত হল বিশ্বের অন্যতম বৃহত্তম মদের বাজার। প্রতিবছর বিপুল পরিমাণ মদ উৎপাদন ও বিক্রি হয় আমাদের দেশে। মদ বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ যায় সরকারের কোষাগারে।

কিন্তু পুজোর সময় বাংলায় ‘ড্রাই ডে’ থাকে। কিন্তু যে সুরাপ্রেমীরা পুজোয় ভিন রাজ্যে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি গোয়া সরকার পুজোয় মদ (Liquor) বিক্রি নিয়ে বড় ঘোষণা করল। গোয়া সরকার (Goa Government) সিদ্ধান্ত নিয়েছে কিছু বিশেষ মদের দোকান পুজোর সময় সারারাত খোলা থাকবে।

আরোও পড়ুন : Jio’র কিস্তিমাত! দুর্ধর্ষ অফার নিয়ে হাজির, একবার রিচার্জেই ফ্রি তে একসঙ্গে মিলবে এই সব সুবিধে

বাঙালিদের কাছে ঘুরতে যাওয়ার অন্যতম হট ডেস্টিনেশন গোয়া। তাই যারা পুজোয় গোয়া যাওয়ার পরিকল্পনা করছেন তাদের কাছে এই খবরটি নিঃসন্দেহে আনন্দের। গোয়া সরকারের পক্ষ থেকে গোয়া আবগারি শুল্ক বিধি জারি করা হয়েছে বুধবার। এই বিধি অনুযায়ী, বিমানবন্দরগুলিতে লাইসেন্স প্রাপ্ত যে মদের দোকানগুলি রয়েছে সেগুলি খোলা থাকবে সারা রাত।

Untitled design 2022 09 08T133456.143

অন্যদিকে, ভারতে তৈরি মদ ও বিয়ারের উপর অতিরিক্ত আবগারি শুল্ক চাপিয়েছে কর্নাটকের রাজ্য সরকার। জানা গিয়েছে এরপর সেই রাজ্যে মদ বিক্রি কিছুটা হলেও কমেছে। প্রসঙ্গত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গত জুলাই মাসে ভারতে তৈরি মদ ও বিয়ারের উপর অতিরিক্ত ২০ শতাংশ আবগারি শুল্ক চাপানোর ঘোষণা করেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর