ব্রিজ, টাওয়ার ট্রেনের পর এবার বিহারে নজরদারি ড্রোন চুরি! খোঁজ দিলে পুরস্কার ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: যত কাণ্ডে বিহারে (Bihar)! ইতিমধ্যেই ওই রাজ্যে এর আগে আস্ত ব্রিজ থেকে শুরু করে টাওয়ার, রেলপথ এমনকি ট্রেনের যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনা সামনে এসেছে। তবে, এবার সেখানে উধাও হয়ে গেল আস্ত ড্রোন (Drone)। এমনিতেই বিহারে মদের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবুও, মদ পাচারকারীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায়, ওই মদ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে রাজ্যের আবগারি দফতর ও পুলিশ প্রশাসন।

শুধু তাই নয়, ড্রোনের মাধ্যমেও প্রতিটি এলাকা কড়াভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে, সম্প্রতি রাজধানী পাটনা থেকে একটি হাইটেক ড্রোন ওড়ানো হয়েছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেটি কয়েক কিলোমিটারের দূরের ছবি তুলতে সক্ষম ছিল। তবে ছাপড়ায় এই ড্রোনটি “ক্র্যাশ” হওয়ার খবর মিলেছে। যেই কারণে সংশ্লিষ্ট আধিকারিকরা আর সেটির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এমতাবস্থায় আবগারি দফতর এই ড্রোনের সন্ধানকারীর জন্য ২৫,০০০ টাকার পুরস্কার ঘোষণা করেছে বলেও জানা গিয়েছে।

পাটনা থেকে ড্রোন উড়লেও ছাপড়ায় হয়ে যায় উধাও: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ছাপড়ায় ওই ড্রোনটির সন্ধানে বেশ কয়েকটি দল নিয়োজিত রয়েছে। কিন্তু তারা এখনও কিছুই খুঁজে পায়নি। বলা হচ্ছে যে, ড্রোনটি অত্যন্ত শক্তিশালী এবং ১০০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম ছিল।

বর্তমানে ড্রোনটি “ক্র্যাশ” হওয়ার তথ্য পাওয়ার পর থেকে আবগারি বিভাগের টিম এটির সন্ধান করছে। আবগারি সুপারিনটেনডেন্ট রজনীশ কুমার জানান, যে ড্রোনটির তল্লাশি করা হচ্ছে তা খুবই শক্তিশালী। এই কারণেই এর অনুসন্ধানে স্থানীয়দের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। এজন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

aa4847a1 3017 4b9c 80ef b6cf46e6415f 1683895820467

ড্রোন খোঁজার জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত পুরস্কার: তিনি আরও জানান যে, ড্রোনটির শেষ অবস্থান পাওয়া গেছে ছাপড়ার কাছে। এই কারণেই ড্রোনটি সেখানেই কোথাও থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত এই ড্রোনটির সন্ধান পাওয়া যায়নি। পাশাপাশি, ওই ড্রোন সম্পর্কে তথ্য প্রদানকারীর জন্য ২৫ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর