ভারতের সাথে সংঘর্ষের মাঝে এবার চীনকে চাপে ফেলল ইটালি ও স্পেন

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের জেরে চীনের (China) সমস্ত খারাপ দিক ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এরই মধ্যে ইটালির (Italy) বিজ্ঞানিদের কিছু মন্তব্যের জেরে আরও সংকটে পরে গেছে চীন সরকার জিনপিং (Xi Jinping)। এক এক করে ফুটে উঠছে চীন প্রধান-এর বিভিন্ন দিক। সমগ্র বিশ্ব এখন চীনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে। এমনকি চীনের থেকে সরিয়ে আনছে তাঁদের কোম্পানিদেরও। করোনা ভাইরাসের প্রসার নিয়ে করা ইটালির করা মন্তব্যের জেরে চীনের সব জারিজুরি এবার ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

ইটালির বিজ্ঞানিদের দাবী
ইটালির বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন, ডিসেম্বরেই করোনা ভাইরাসের সেখানে পৌঁছে গেছিল। ন্যাশানাল ইনস্টিটিউট অফ হেলথ সার্ভিসের রিপোর্ট অনুসারে, মিলান এবং টিউরিনের জলে ১৮ ই ডিসেম্বরই করোনা ভাইরাসের অস্তিত্বের প্রমাণ মেলে। যেখানে চীন এই ভাইরাসের বিষয়ে ডিসেম্বরের শেষে প্রকাশ্যে এনেছিল।

106474964 15860226112020 04 04T170446Z 1205499530 RC2TXF96UP5K RTRMADP 0 HEALTH CORONAVIRUS ITALY VIOLENCE

ঠেকাতে না পেরে প্রকাশ্যে আনে
বর্তমানে ইটালির বিজ্ঞানীরা সম্পূর্ণ প্রমাণ হাতে নিয়েই জানাচ্ছে যে, চীন করোনা ভাইরাসের বিষয়ে সকলকে প্রথমে অন্ধকারেই রেখেছিল। যখন চীনে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করে নিয়েছে, চীন সরকাররে করার মত আর কিছুই ছিল না, তখন তারা এই ভাইরাসের বিষয়ে প্রকাশ্যে আনে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই মহামারি ভাইরাসের বিষয়ে জানানোর অনেক আগেই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল।

একই সুরে সুর মেলায় ফ্রান্সও
ইটালির পূর্বে ফ্রান্সের বিজ্ঞানিরাও মে মাসে এই একই রিপোর্ট পেশ করেছিল। ফ্রান্সে ২৭ শে ডিসেম্বরেই করোনা আক্রান্তের সন্ধান মেলে। কিন্তু সেই সময় ধারণা করা হয়েছিল, ওই ব্যক্তি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু পরবর্তীতে জানা গেছিল তাঁর করোনা পজেটিভ ছিল। এমনকি স্পেনেও জানুয়ারীর মধ্যভাগে বার্সেলোনার জলে করোনা ভাইরাসের অস্তিত্বের প্রমাণ মেলে।


Smita Hari

সম্পর্কিত খবর