কাঙাল পাকিস্তানের নতুন চিন্তা! আচমকাই গায়েব হয়ে যাচ্ছেন হাজার হাজার জন, সামনে চাঞ্চল্যকর তথ্য

   

বাংলা হান্ট ডেস্ক: প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তানের (Pakistan) দুর্দশা ক্রমশ বেড়েই চলেছে। এমনিতেই, বর্তমান সময়ে সেখানে পরপর রক্তক্ষয়ী সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটছে। যদিও, ঠিক এই আবহেই এবার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, ওই পড়শি দেশে হঠাৎ করেই মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছেন। এমনকি, অবস্থা এতটাই বেগতিক যে, বিষয়টি ইতিমধ্যেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

একটি রিপোর্টে বলা হয়েছে যে, পাকিস্তানে এইভাবে নিখোঁজের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। মূলত, বেসরকারি সংস্থা (এনজিও) ডিফেন্স অফ হিউম্যান রাইটস (DHR) দ্বারা শনিবার প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ২০২৩ সালে পাকিস্তানে মোট ৫১ জনকে জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানে মোট জোরপূর্বক নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩, ১২০।

These 3 businesses will make you rich in the new year

প্রসঙ্গত উল্লেখ্য যে, ডিফেন্স অফ হিউম্যান রাইটস হল এমন একটি বেসরকারি সংস্থা যেটি পাকিস্তানে জোরপূর্বক নিখোঁজ হওয়া মানুষের তথ্য সংগ্রহ করে। রিপোর্টে আরও জানানো হয়েছে যে, নিখোঁজদের ১২০ টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন আদালতে নতুন ৮ টি মামলা হয়েছে। সেগুলির মধ্যে একটি মামলার নিষ্পত্তি হয়েছে।

আরও পড়ুন: বিনিয়োগ করতে হবে মাত্র ২,০০০ টাকা! নতুন বছরে আপনাকে মালামাল করে দেবে এই ৩ টি ব্যবসা

এদিকে, ডন ডট কমের রিপোর্ট অনুযায়ী, ডিফেন্স অফ হিউম্যান রাইটস এই বছরের রিপোর্টে বলেছে যে, শুধুমাত্র ২০২৩ সালে এহেন ৫১ টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। যার ফলে মোট নিখোঁজের সংখ্যা ৩,১২০-তে পৌঁছে গিয়েছে। পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, নিখোঁজদের মধ্যে সাংবাদিক থেকে শুরু করে ছাত্র ও রাজনৈতিক কর্মীরাও রয়েছেন।

আরও পড়ুন: আদানি নয়, আয়ের নিরিখে আম্বানিকে টেক্কা দিলেন এই ভারতীয় ধনকুবের! নাম জানলে অবাক হবেন

নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি: রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, নিখোঁজদের ১২০ টি পরিবারকে মানসিক সহায়তা দেওয়া হয়েছে এবং বিভিন্ন উচ্চ আদালতে আটটি নতুন মামলা দায়ের করা হয়েছে। আরও জানা গিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আদালতের আদেশ জারি করা হয়েছিল, তবে নিখোঁজদের উদ্ধার করা হয়নি। রিপোর্টে এই বিষয়টিতে জোর দেওয়া হয়েছে যে, DHR সম্প্রতি ৬৯ জন নিখোঁজ বালুচ ছাত্রের মামলা ইসলামাবাদ হাইকোর্টে উপস্থাপিত করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর